SEND FEEDBACK

English
Bengali

স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডসে কী পুরস্কার পেলেন মিমি?

নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | ফেব্রুয়ারি ১৭, ২০১৭
Share it on
বাংলা টেলিভিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গ্ল্যামারাস ইভেন্টগুলির মধ্যে একটি হল স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস। এবছরের অনুষ্ঠানে ফোকাসে ছিলেন দুই সিনে-নায়িকা। এর মধ্যে কোন পুরস্কার পেলেন মিমি?

গত ১৬ ফেব্রুয়ারি, কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বসেছিল স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস। এই অনুষ্ঠানে প্রতি বছরের মতোই এবছরও ছিল তারকা-সমাগম। মূলত টেলি জগতের রথী-মহারথীদের নিয়ে এই অনুষ্ঠানে বাংলা ছবির সেরা জুটির পুরস্কারও ঘোষণা করা হয়। 

এবছর এই সেরা জুটির পুরস্কার পেয়েছেন মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরা, ‘কি করে তোকে বলবো’ ছবির জন্য। তবে মিমি-অঙ্কুশ এই পুরস্কার ভাগ করে নিয়েছেন সোহিনী সরকার ও আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে। অন্যদিকে যিশু সেনগুপ্ত পেয়েছেন নেগেটিভ চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার ও কৌশানী মুখোপাধ্যায় পেয়েছেন স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। বছরের সেরা নবাগত অভিনেতার পুরস্কার পেয়েছন যশ দাশগুপ্ত।  

Mimi Chakraborty Bengali Actress Star Jalsha Parivar Awards Bengali Film
Share it on
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -