SEND FEEDBACK

English
Bengali

ক্ষণিকের ভুল, নাকি জেনেশুনেই গায়ে হাত মহিলার! দোষ স্বীকার সহযাত্রীর

নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | জানুয়ারি ৮, ২০১৭
Share it on
সিট বদলের অছিলায়, ইকোনমি ক্লাসের এক মহিলা যাত্রীর পাশে গিয়ে বসে লোকটি। মহিলা তখন ঘুমচ্ছিলেন। এবং সুযোগের সুবিধা নিয়ে মহিলার গায়ে হাত দেয় লোকটি। ঘুম ভেঙে সব বুঝতে পেরে, মহিলা যাত্রী ক্রিউ মেম্বারদের কাছে অভিযোগ জানান।

কয়েক দিন আগের ঘটনা, জনসমক্ষে এসেছে সম্প্রতি। মুম্বই থেকে ইউএস যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। বছর চল্লিশের এক পুরুষ যাত্রী বসেছিলেন বিজনেস ক্লাসে। কিন্তু ফ্লাইট চলাকালীন তিনি সিট পরিবর্তন করে যেতে চান ইকনমি ক্লাসে। কারণ হিসেবে তিনি বলেন যে, সেখানে তাঁর সহকর্মী রয়েছেন এবং তাঁরা একসঙ্গে অফিসের কাজ করতে চান। 

সিট বদলের অছিলায়, ইকোনমি ক্লাসের এক মহিলা যাত্রীর পাশে গিয়ে বসে লোকটি। মহিলা তখন ঘুমচ্ছিলেন। এবং সুযোগের সুবিধা নিয়ে মহিলার গায়ে হাত দেয় লোকটি। ঘুম ভেঙে সব বুঝতে পেরে, মহিলা যাত্রী ক্রিউ মেম্বারদের কাছে অভিযোগ জানান। 

ক্রিউ মেম্বাররা জিজ্ঞাসাবাদ করায়, লোকটি বলে বিজনেস ক্সাসে তার ঘুমোতে অসুবিধা হচ্ছিল বলে সে ইকোনমিতে আসে। এবং ওই মহিলার পাশের সিটটি খালি ছিল বলে সেখানেই বসে পড়ে সে। লোকটি আরও বলে যে, অসতর্কতার জন্যই মহিলার গায়ে হাত লেগে গিয়েছিল তার। কিন্তু, মহিলার কথানুযায়ী, লোকটি তাঁর গোপনাঙ্গে হাত দিয়েছিল। 

এমতাবস্থায় ক্রিউ মেম্বাররা ফ্লাইটের ক্যাপ্টেনকে সব জানায় এব‌ং বিমানবন্দর পুলিশকে খবর দেওয়া হয়। অভিযুক্ত লোকটি একটি ছ’ পাতার চিঠি লিখে ক্ষমা চায় মহিলার কাছে। নিজের সন্তান ও প্রতিবন্ধী ভাইয়ের কথা উল্লেখ করে সেই চিঠিতে। চিঠির বয়ান অনুযায়ী, ‘পাঁচ মিনিটের বোকামির জন্য তার ৪০ বছরের সব কিছু যেন শেষ করে দেওয়া না হয়।’

Molestation Flight
Share it on
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -