SEND FEEDBACK

English
Bengali

কোহলির সঙ্গে ধোনি যা করেছিলেন, তা কেউ জানতেন না। ফাঁস করলেন বিরাট

নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | জানুয়ারি ৭, ২০১৭
Share it on
কত কিছুই তো শোনা যায় মহেন্দ্র সিংহ ধোনির সম্পর্কে। অনেককেই নাকি তিনি পছন্দ করতেন না। যুবরাজের সঙ্গেও তাঁর সম্পর্ক খারাপ ছিল। বিরাট কোহলির সঙ্গে কী করেছিলেন ধোনি?

মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারতীয় দলে আত্মপ্রকাশ করেছিলেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সেই কোহলির অধিনায়কত্বে মাঠে নামবেন ধোনি। ইতিহাসের চাকা এ ভাবেই ঘোরে। সেটাই আরও এক বার দেখা গেল।

এ হেন ধোনির উপরে কৃতজ্ঞ বিরাট কোহলি। সেটা তিনি প্রকাশও করেন। ধোনির জন্যই একাধিক বার বাদ পড়া থেকে বেঁচে গিয়েছিলেন বিরাট। ২০০৮-এ ভারতীয় দলে অভিষেক ঘটেছিল কোহলির। গোড়ার দিকে কোহলি একেবারেই ধারাবাহিক ছিলেন না। দল নির্বাচনের সময়ে বহু বারই তাঁকে বাদ দেওয়ার কথা ভেবেছিলেন নির্বাচকরা। আর প্রতি বারই ধোনি রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছিলেন।

আরও পড়ুন

ধোনি ও সহবাগের সম্পর্ক কেমন? এতদিন চুপ ছিলেন। ধোনি সরতেই মুখ খুললেন বীরু

সৌরভ-ধোনিকে নিয়ে যা করল দুই জনপ্রিয় ফুটবল ক্লাব, জানলে গর্বিত হবেন

ধোনির জন্যই ভারতীয় ক্রিকেটে নিজের অবস্থান শক্ত করতে পেরেছেন কোহলি। তিনি বলেছেন, ‘মহেন্দ্র সিংহ ধোনি আমার কেরিয়ারের গোড়ার দিকে সাহায্য করেছে। আমাকে সুযোগ দিয়েছে। ভাল ক্রিকেটার হিসেবে গড়ে উঠতে ধোনি আমাকে যথেষ্ট সময় দিয়েছে। দল থেকে বাদ পড়া থেকে বহু বার বাঁচিয়েছে।’ 

Virat Kohli MS Dhoni
Share it on
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -