Back to all blogs
guruprasad bandyopadhyay

গুরুপ্রসাদ বন্দোপাধ্যায়

সেলিব্রিটি ফিটনেস এক্সপার্ট গুরুপ্রসাদ বন্দোপাধ্যায় মিস্টার ইউনিভার্স মনোহর আইচ, মিস্টার ইউনিভার্স সের্গে ন্যুব্রে এবং মিস্টার ইন্ডিয়া কমল ভাণ্ডারীর ছাত্র। পাশাপাশি তিনি প্রশিক্ষণ নিয়েছেন স্ট্রেস ম্যানেজমেন্ট, কাউন্সেলিং এবং ‘থেরাপিউটিক যোগ’-এ। এছাড়া, বিউটি ট্রিটমেন্টেও প্রশিক্ষণ নিয়েছেন তিনি। কলকাতার প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, বর্তমানে পুলিশ ট্রেনিং স্কুলের প্রশিক্ষক গুরুপ্রসাদ বন্দোপাধ্যায় ‘গুরুস ড্রিম জিম’ফিটনেস চেন-এর প্রতিষ্ঠাতা। টলিউড এবং বলিউডের বহু তারকাই তাঁর ফিটনেস ফান্ডাকে অনুসরণ করেন। তাঁর ছাত্রদের তালিকায় আছেন ৫ থেকে ৮৫— সব বয়সের মানুষ। শুধু শরীরচর্চা নয়, সার্বিক সুস্থ ও সুন্দর জীবনযাপনে মানুষকে উদ্বুদ্ধ করাই তাঁর লক্ষ্য।

Follow this author on

Share on Google+
এই ব্লগার-এর সাম্প্রতিকতম ব্লগ:
আরও যা আছে
আরও খবর