সম্প্রতি বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে অ্যাপল ইন্ডিয়ার আইফোনের দু’টি নতুন মডেল— আইফোন এক্সআর ও আইফোন এক্সএস। একই সঙ্গে তারা দাম কমিয়েছে বেশ কয়েকটি পুরনো স্মার্টফোনের। যার মধ্যে রয়েছে আইফোন এক্স ও আইফোন ৮ প্লাস।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে। সেখানে উল্লেখিত হয়েছে যে, অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে দামের নতুন তালিকাও।
অ্যাপলের প্রাইস-লিস্ট থেকে বেশ কিছু মডেলের দাম মুছেও দেওয়া হয়েছে। যেমন আইফোন ৬, আইফোন ৬ প্লাস ও আইফোন এসই। একই সঙ্গে কয়েকটি মডেল বাজার থেকে তুলেও নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যেমন আইফোন এক্স, আইফোন ৬এস ও আইফোন এসই। প্রসঙ্গত, এই তিনটি মডেল পাওয়া যাবে না মার্কিন বাজারে।
আরও জানা গিয়েছে, আইফোন ৬এস ও আইফোন এসই এবার ভারতের বাজারে পাওয়া যাবে অনেকটাই কম দামে। এবং তার থেকেও পুরনো মডেলের আইফোনগুলি তুলে নেওয়া হয়ে হবে ভারতের বাজার থেকে।
এক ঝলকে দেখে নেওয়া যাক কোন আইফোনের দাম কতও হচ্ছে ভারতে—
• অ্যাপল আইফোন ৬এস— দাম ছিল ৫২,২৪০ টাকা। পাওয়া যাবে ৩৪,৯০০ টাকায়।
• অ্যাপল আইফোন ৬এস প্লাস— দাম ছিল ৬১,৪৫০ টাকা। পাওয়া যাবে ৪৪,৯০০ টাকায়।
• অ্যাপল আইফোন ৬এস লাইনআপ— দাম শুরু হচ্ছে ২৯,৯০০ টাকা থেকে।
• অ্যাপল আইফোন ৭ প্লাস— দাম ছিল ৬২,৮৪০ টাকা। পাওয়া যাবে ৪৯,৯০০ টাকায়।
• অ্যাপল আইফোন ৮ প্লাস— দাম ছিল ৭৭,৫৬০ টাকা। পাওয়া যাবে ৬৯,৯০০ টাকায়।
• অ্যাপল আইফোন এক্স— বেস মডেলের দাম ছিল ৯৫,৩৯০ টাকা। পাওয়া যাবে ৯১,৯০০ টাকায়।