এক দিকে এয়ারটেলের বাড়-বৃদ্ধি, আরেক দিকে ‘সম্ভাব্য’ জিও ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা। এই দুয়ের সঙ্গে টক্কর নিতেই সম্ভবত বিএসএনএল ৪টি নতুন প্ল্যান আনতে চলেছে বলে জানাচ্ছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যম।
চলতি প্ল্যানগুলির তুলনায় অনেক বেশি পরিমাণ ডেটা নতুন প্ল্যানে গ্রাহকদের অফার করা হচ্ছে। এবং ডেটা স্পিডও বাড়ানো হচ্ছে অনেকটাই। খবর অনুযায়ী, ৪টি প্ল্যানের ক্ষেত্রেই ২০ এমবিপিএস গতিতে ব্রডব্যান্ড ব্যবহার করা যাবে। প্ল্যানের নির্দিষ্ট সীমা অতিক্রম করার পর অবশ্য গতি নেমে আসবে ১ এমবিপিএস-এ।
মাত্র ৯৯ টাকা থেকে শুরু করে ৩৯৯ টাকা পর্যন্ত মাসিক খরচে এই ব্রডব্যান্ড প্ল্যানগুলি পাওয়া যাবে। ব্যবহৃত ডেটার উপর নির্ভর করবে খরচ। মাসিক ৪৫ জিবি ডেটা ব্যবহারের জন্য দিতে হবে ৯৯ টাকা। ১৫০ জিবি-র জন্য ১৯৯ টাকা। ৩০০ জিবি-র ক্ষেত্রে ২৯৯ টাকা এবং দিনে ২০ জিবি অর্থাৎ মাসে মোট ৬০০ জিবি ডেটা ব্যবহারের জন্য গ্রাহকমূল্য ৩৯৯ টাকা।
গ্রাফিক্স: বিশ্বজিৎ দাস
প্রমোশনের উদ্দেশ্যেই বিএসএনএল এই প্ল্যানগুলি আনছে বলে খবর। আপাতত কেবল নতুন গ্রাহকদের ক্ষেত্রেই এই অফার প্রযোজ্য হবে।