মধ্যবিত্তের দিকে তাকিয়ে এ বছর করে বিপুল ছাড় দিতে পারে কেন্দ্রীয় সরকার। ২০১৮-২০১৯ অর্থবর্ষের ‘জনমোহিনী বাজেট’ পেশ করাই লক্ষ্য মোদী সরকারের।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত বছরের বাজেট পেশের পর অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল মোদী সরকারকে। এখন আড়াই লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হয় না। আড়াই থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫ শতাংশ হারে কর দিতে হয়।
সূত্রের খবর, আগামী নির্বাচনগুলির কথা মাথায় রেখেই আয়করে বিপুল ছাড় দিতে পারে কেন্দ্র। আগামী অধিবেশনেই সংসদে বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেখানেই তিনি একাধিক ছাড়ের ঘোষণা করতে পারেন।
ক্ষমতায় আসার পর মোদী সরকারের একাধিক বাজেট নিয়ে কড়া সমালোচনা করেছে বিরোধী দলগুলি। জিএসটি ও নোটবাতিলের ধাক্কায় দেশে বেকারত্ব বেড়েছে বলেও অভিযোগ রয়েছে বিরোধীদের। এই অবস্থায় আয়করে ছাড়ের পরিমাণ বাড়ানোর দিকেই ঝুঁকেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।