একটা ছবিই প্রেরণার কাজ করেছিল। আজ থেকে প্রায় ১৬ বছর আগে জেনিফার লোপেজের সেই ধাঁধা লাগিয়ে দেওয়া ছবিটাই নাড়িয়ে দিয়েছিল গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ, সের্গেই ব্রিন আর গুগলের কর্মকর্তা এরিক স্মিডকেও।3
গুগলের এক রিপোর্টে বলা হয়েছে, গুগল সার্চ ইঞ্জিনে এখন আমরা যে কোনও ছবি সম্পর্কে দু-চার কথা লিখলেই পেয়ে যাই অসংখ্য ছবি। জেনিফার লোপেজের সংশ্লিষ্ট সেই ছবির জন্যই এই গুগল ইমেজ সার্চ তৈরি করা হয়েছিল।
উল্লেখ্য, ২০০০ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডের সময় জে লো পরেছিলেন সেই পোশাকটি। গুগলের চেয়ারম্যান এরিক স্মিড বলছেন, ‘‘জেনিফার লোপেজের ওই ছবিটিই সবচেয়ে সার্চ করা হয়েছিল।’’ জে লো-র সেই ছবিটি দেখার পরেই গুগল কর্তৃপক্ষ অন্য রকম চিন্তাভাবনা শুরু করে দেয়। মানুষ যাতে সহজেই নিজেদের পছন্দের ছবি খুঁজে পায় সেই জন্যই তৈরি হয় গুগল ইমেজ সার্চ।
আরোও পড়ুন