ফোর-জি পরিষেবার বাজার পেতে নানা সুবিধা নিয়ে এসেছে রিলায়েন্স সংস্থা। এমনকী বিনা মূল্যে সিম বিলিরও ব্যবস্থা রেখেছে। কেমন করে পাওয়া যাবে।
১। বন্ধুত্ব পাতান
রিলায়েন্স সংস্থায় চাকরি করেন এমন কারও সঙ্গে বন্ধুত্ব আছে কি? না থাকলে এখনই করে নিন। সংস্থার কর্মীদের মাধ্যমে পরিচিতদের বিনামূল্যে সিম বিলি করা হচ্ছে।
২। Lyf ফোন কিনে ফেলুন
রিলায়েন্সের লাইফ সিরিজের যে কোনও ফোন কিনলেই বিনামূল্যে সিম পাওয়া যাবে। এই মুহূর্তে লাইফ সিরিজের ফ্লেম ৪, ফ্লেম ৫ এবং ফ্লেম ৬-এর দাম কমে দাঁড়িয়েছে ২,৯৯৯ টাকা। অর্থাৎ এই পরিমাণ টাকা খরচ করে এই ফোরজি ফোনগুলি কিনলেই রিলায়েন্স জিও নেটওয়র্কের আনলিমিটেড ডেটা কানেকশন আপনি পাবেন আগামী ৩ মাসের জন্য সম্পূর্ণ বিনা খরচে।
৩। স্যামসং-এর ফোন কিনুন
স্যামসাংয়ের কিছু নির্দিষ্ট ফোরজি স্মার্টফোন রয়েছে তাঁরা ৩ মাসের জন্য আনলিমিটেড ডেটা, ফ্রি এইচডি ভয়েস এবং ভিডিও কলিং এবং ফ্রি এসএমএস-এর সুবিধা পাবেন। নতুন ফোন কিনলে তো কথাই নেই। স্যামসাং ফোনে ডাউনলোড করতে হবে মাইজিও অ্যাপ। এবার ‘গেট টু জিও সিম’ ক্লিক করতে হবে।
৪। জিও ওয়াইফাই নিয়ে নিন
বাড়িতে বসিয়ে নিন জিও ওয়াইফাই রাউটার। ২,৮৯৯ টাকায় রাউটার কিনলে তার সঙ্গে ৩ মাসের জন্য ফোর-জি নেট ব্যবহার করা যাবে।
আরও পড়ুন
স্যামসাংয়ের ফোন ব্যবহার করেন? তবে আপনার জন্য রয়েছে এই ফ্রি অফার...