বিপুল পরিবর্তন ঘটল রিলায়েন্স জিও-র প্ল্যানগুলিতে। দীপাবলি উপলক্ষে জিও নিয়ে এসেছে ৪৫৯ টাকার একটি প্যাক। ৩৯৯ টাকার প্যাকে যে সুবিধা পাওয়া যেত, সেই একই সুবিধা পাওয়া যাবে এই নতুন প্যাকে।
অন্যদিকে ৩৯৯ টাকায় যে সুবিধা ৮৪ দিনের জন্য পাওয়া যেত, তা এবার থেকে পাওয়া যাবে মাত্র ৭০ দিনের জন্য। একই ভাবে ৩০৯ টাকার প্যাক রিচার্জ করলে তার ভ্যালিডিটি থাকত ৫৬ দিন। প্ল্যানগুলিতে পরিবর্তন আসার পরে এবার থেকে ৩০৯ টাকার প্যাকের ভ্যালিডিটি থাকবে ৪৯ দিন।
এছাড়াও, রিলায়েন্স জিও-র স্পিডগুলিতেও বিপুল পরিবর্তন আসবে। জিও-র যে গ্রাহকরা প্রতিদিনের ডেটার কোটা পুরোটাই ব্যবহার করেন, তারা ৬৪ কেবিপিএস স্পিডে নেট ব্যবহার করতে পারবেন, যেখানে ১২৮ কেবিপিএস স্পিড আগে ব্যবহার করা যেত।
জিও-র ৩০৯ টাকার প্ল্যানটি কেবল মাইজিও অ্যাপ থেকেই ব্যবহার করা যাবে। শুধু তাই নয়, জিও পোস্টপেড গ্রাহকদের জন্য রয়েছে আরও একটি খারাপ খবর। প্রতিটি প্ল্যান নেওয়ার সময়েই এবার থেকে দিতে হবে সিকিউরিটি ডিপজিট।
৩০৯ টাকার প্ল্যান নিলে, সিকিউরিটি ডিপজিট দিতে হবে ৪০০ টাকা। আবার ৪০৯, ৫০৯, ৭৯৯, এবং ৯৯৯ টাকার প্ল্যানে সিকিউরিটি ডিপজিট দিতে হবে যথাক্রমে ৫০০, ৬০০, ৯৫০ এবং ১১৫০ টাকা।