বহুদিন ধরেই গ্রাহকদের প্রশ্ন, কবে জিওফোনে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। অবশেষে সেই দিন আসতে চলেছে। এমনই জানা গিয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে। জানা যাচ্ছে, শিগগিরি হোয়াটসঅ্যাপ করা যাবে জিওফোন থেকে।
জিওফোন কাইওএস অপারেটিং সিস্টেমের মাধ্যমে চলে। কাইওএস-এ হোয়াটসঅ্যাপ সাপোর্ট করে না। কিন্তু কাইওএস-কে আপগ্রেড করা হচ্ছে, যাতে এই অপারেটিং সিস্টেম সাপোর্ট করে।
জিওফোনে হোয়াটসঅ্যাপ সাপোর্ট না করলেও, কয়েকটি স্মার্টফোনের ফিচার এতে সাপোর্ট করে। কিন্তু হোয়াটসঅ্যাপের মতো গুরুত্বপূর্ণ অ্যাপ সাপোর্ট না করায়, বহুদিন ধরেই ব্যবহারকারীরা অসুবিধার কথা জানাচ্ছিলেন।
যদিও রিলায়েন্স বা হোয়াটসঅ্যাপ, কেউই এখন স্পষ্ট করে ঘোষণা করেনি, ঠিক কবে থেকে হোয়াটসঅ্যাপ পাওয়া যাবে জিওফোনে।
ইতিমধ্যেই জিওফোনে ফেসবুক, টুইটার, গুগলের সঙ্গে জোট বেঁধেছে।