লঞ্চের আগেই অ্যামাজন ইন্ডিয়া লিস্টিংয়ে চলে এসেছে মোটো এক্স ফোর্স শ্যাটারপ্রুফ। এই ফোনের বিশেষত্ব এর শ্যাটারপ্রুফ ডিসপ্লে।
কোম্পানির দাবি কংক্রিটের আঘাতেও ভাঙবে না স্ক্রিন। এক নজরে ফোন স্পেক্স—
১) ৫.৪ ইঞ্চি কিউএইচডি, ১৪৪০x২৫৬০ পিক্সেল কিউএইচডি, অ্যামোলেড ডিসপ্লে
২) বিশেষ শ্যাটারশিল্ড ডিসপ্লে
৩) ২ গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ অক্টা-কোর প্রসেসর
৪) ৩ জিবি র্যাম
৫) ৩২ জিবি ও ৬৪ জিবি ইন্টারন্যাল মেমরি হ্যান্ডসেট অপশন।
৬) ২ টিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড কমপ্যাটিবিলিটি।
৭) অ্যানড্রয়েড ৫.১.১ ললিপপ ভার্সন
৮) ২১ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ, এফ/২.০ অ্যাপারচার, ফেজ ডিটেক্ট অটোফোকাস
৯) ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও এফ/২.০ অ্যাপারচার
১০) ফোরজি/সিঙ্গল সিম
১১) ৩৭৬০ এমএএইচ ব্যাটারি
১) ওয়াইফাই, ব্লুটুথ
এই ফোনের ৩২ জিবি ইন্টারনাল মেমরি সেটটির দাম পড়বে আনুমানিক ৪৯,৯০০ টাকা এবং ৬৪ জিবি ইন্টারনাল মেমরি সেটটির দাম পড়বে ৫৩,৪০০ টাকা।