নোকিয়া আনতে চলেছে তাদের নতুন স্মার্টফোন। খুব শিগগিরি বাজারে আসছে নোকিয়া ৮১১০ ৪জি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের দাবি, এই ফোন বাজারে এসে যাবে মে মাসের মধ্যেই। আসুন দেখে নেওয়া যাক, কেমন হতে চলেছে এই ফোন।
ফোনে থাকছে ২.৪৫ ইঞ্চি ডিসপ্লে। ১.১ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর। র্যাম ৫১২ এমবি। ডুয়াল সিম। ৪জি এই ফোনে ফেসবুক, গুগল ও টুইটার আগে থেকেই ইনস্টল করাথাকবে।
টাচস্ক্রিনের সুবিধা মিলবে না। ব্যাটারি ১৫০০ এমএএইচ। দু’রকম রংয়ে পাওয়া যাবে ফোনটি— ট্র্যাডিশনাল ব্ল্যাক ও ব্যানানা ইয়েলো।
ফোনটিতে কোনও ফ্রন্ট ক্যামেরা নেই। অর্থাৎ সেলফি তোলা যাবে না। তবে রয়েছে ২ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা।
ইন্টারনাল স্টোরেজ থাকবে ৪ জিবি। কোনও এক্সপ্যান্ডেবল মেমরি থাকবে না। ওয়াই ফাই, এফএম, জিপিএস ও ব্লুটুথ থাকবে।
নতুন এই ফোনের মূল্য ঠিক কত হবে তা এখনও জানা না গেলেও ওই প্রতিবেদনের দাবি, দাম থাকবে ৬ হাজারের আশপাশে।