রবিবার বার্সেলোনায় অনুষ্ঠিত হয় ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’। আর সেখানেই লঞ্চ করা হয় ‘পেন্টা লেন্স ক্যামেরা’র নোকিয়া ৯ পিওর ভিউ। নোকিয়ার এই মোবাইলে রয়েছে ৩টি মোনোক্রোম ও ২টি আরজিবি লেন্স। এবং প্রত্যেকটি লেন্সের অ্যাপারচার এফ/১.৮২ (f/1.82)।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, নোকিয়ার এই মডেলের ক্যামেরা লেন্সগুলি জিয়াস সার্টিফাইড। পাঁচটির মধ্যে তিনটিতে রয়েছে ১২ মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর ও বাকি দু’টিতে রয়েছে ১২ মেগাপিক্সেল আরজিবি সেন্সর। ছবি তোলার সময়ে এই পাঁচটি সেন্সর একই সঙ্গে কাজ করে এবং একটিই ছবি তৈরি করে।
এ ছাড়াও, নোকিয়া ৯ পিওর ভিউ মোবাইলের সামনে রয়েছে ২০ মেগাপিক্সেলের একটি সেলফি শ্যুটার।
এবার জেনে নেওয়া যাক নোকিয়া ৯ পিওর ভিউ মোবাইলের বাকি ফিচারগুলি—
• ৫.৯৯ ইঞ্চি কোয়াড-এইচডি+ পোল্ড স্ক্রিন
• স্ক্রিনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
• ৬ জিবি র্যাম
• ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ
• ৩৩২০ এমএএইচ ব্যাটারি
• ওয়ারলেস চার্জিং সাপোর্ট
• জল ও ধুলো থেকে এই মোবাইলের কোনও ক্ষতি হয় না
• অ্যান্ড্রয়েড ৯ পাই অপরেটিং সিসটেম
এই মুহূর্তে নোকিয়া ৯ পিওর ভিউ মোবাইলটির দাম রাখা হয়েছে ৬৯৯ ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫০ হাজার টাকা। কিন্তু ভারতে এই মোবাইলের দাম কত হবে, তা এখনও জানা যায়নি।
আগে থেকে অর্ডার না দিলে নোকিয়া ৯ পিওর ভিউ মোবাইল পাওয়া যাবে না বলেই জানা গিয়েছে। মার্চের আগে বিশ্ববাজারে এই ফোন পাওয়ায় যাবে না। ভারতে কবে থেকে পাওয়া যাবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।