ওবি ওয়র্ল্ডফোনের নতুন ফোন ওবি এসএফ১ লঞ্চ হল ভারতে। কোম্পানিটি একেবারে সদ্যোজাতই বলা যায় কিন্তু এর প্রতিষ্ঠাতা হলেন প্রাক্তন অ্যাপল সিইও জন স্কালে। অত্যন্ত ভাল স্পেকস ওবি এসএফ১-এর অথচ দাম একবারেই হাতের নাগালে। ১৬ জিবি স্টোরেজএবং ২ জিবি র্যামের মডেলটির দাম ৯৯৯৯ টাকা। আবার ৩২ জিবি স্টোরেজ এবং ৩ জিবি র্যামের মডেলটির দাম ১১,৯৯৯ টাকা।
দেখে নিন অন্যান্য স্পেকস—
১) ৫ ইঞ্চি আইপিএস ফুল এইচডি ডিসপ্লে
২) কর্নিং গোরিলা গ্লাস কভার অর্থাৎ স্ক্র্যাচপ্রুফ এবং শ্যাটারপ্রুফ
৩) কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৫ প্রসেসর
৪) ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এলইডি ফ্ল্যাশ-সহ
৫) ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এলইডি ফ্ল্যাশ-সহ
৬) সোনি এক্সমর সেন্সর
৭) ৩০০০ এমএইআইচ ব্যাটারি
৮) অ্যানড্রয়েড ৫.০.২ ললিপপ ভার্সন
৯) ৬৪ জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ
১০) ডলবি অডিও
আরও পড়ুন