রিলায়েন্স জিও তার ‘ফ্রি ওয়েলকাম অফার’ নিয়ে কী কৌশল নেয় তা নিয়ে বারবারই সন্দেহ প্রকাশ করেছে এয়ারটেল, ভোডাফোনের মতো প্রতিদ্বন্দ্বী মোবাইল সংস্থাগুলি। জিও কী করছে তার দিকে সর্বক্ষণই নজর রাখছে এয়ারটেল, ভোডাফোন। সন্দেহ নেই যে সেপ্টেম্বরে বাজারে আসার পর থেকে একের পর এক মোবাইল পরিষেবা সংস্থাকে কাত করে দিয়েছে জিও। আর এই কাজে রিলায়েন্সের ‘জিও’-র মূল হাতিয়ার ছিল ‘ফ্রি ওয়েলকাম অফার’। যার উপর ভিত্তি করে মাত্র ২৬ দিনে ১৫ মিলিয়ন গ্রাহককে নথিভুক্ত করেছিল জিও। এখন এই সংখ্যাটা বাড়তে বাড়তে ৩৫ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। ডিসেম্বরের শেষে এই সংখ্যাটা বেড়ে ৫০ মিলিয়নের কাছে চলে যাবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন...
বিশ্বরেকর্ড করেছে জিও, এমনটাই দাবি কোম্পানির
মাত্র ৪৫ দিনে বিশ্বের ১ নম্বর টেলিকম সংস্থায় পরিণত হল জিও!
এবার ‘হোম ডেলিভারি’-তেও মিলছে জিও সিম!
এই পরিস্থিতিতে, ‘রিলায়েন্স জিও’ সূত্রে যে খবর মিলছে তাতে ৯০ দিন অর্থাৎ ৩ মাস ‘ফ্রি ওয়েলকাম অফার’-এর মেয়াদ বাড়ছে। ‘ফ্রি ওয়েলকাম অফার ২’ নামে এই পরিষেবাকে বাজারে ছাড়বে জিও। ৩ ডিসেম্বর এর আনুষ্ঠানিক ঘোষণা বলেও জানা গিয়েছে। নয়া ‘ফ্রি ওয়েলকাম অফার’-এর শর্ত কী হবে তা ওইদিন জানা যাবে বলে জিও সূত্রে জানানো হয়েছে।
জিও যাতে তার ‘ফ্রি ওয়েলকাম অফার’-এর মেয়াদ ৩১ ডিসেম্বরের মধ্যেই শেষ করে তার জন্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই-এর কাছে নালিশ করেছিল এয়ারটেল, ভোডাফোন, এয়ারসেল, আইডিয়া-র মতো মোবাইল পরিষেবা দেওয়া সংস্থাগুলি। কিন্তু, ট্রাই এই অভিযোগ খারিজ করে দিয়েছিল। তবে, জিও-কে ট্রাই জানিয়ে দিয়েছিল ৩ ডিসেম্বরের মধ্যে যে সব গ্রাহক কানেকশন নেবেন তাঁরাই ‘ফ্রি ওয়েলকাম অফার’-এর সুযোগ পাবেন। কিন্তু, নতুন করে কোনও ফ্রি ওয়েলকাম অফার জিও দিতে পারবে না এমনটা কোথাও বলেনি ট্রাই। মনে করা হচ্ছে আইনের এই ফাঁক গলেই ৩ ডিসেম্বরের পর থেকে নথিভুক্ত হওয়া গ্রাহকদের জন্য ‘ফ্রি ওয়েলকাম অফার ২’ নামে এই পরিষেবাকে বাজারে ছাড়বে জিও। তবে, পুরনো গ্রাহকরা নয়া ‘ফ্রি ওয়েলকাম অফার’-এর সুবিধা নিতে পারবেন কি না তা এখনও স্পষ্ট নয়। যাবতীয় ধোঁয়াশা ৩ ডিসেম্বরই মিটবে বলে মনে করছে বাণিজ্য মহল।