টেলিকম দুনিয়ায় রিলায়েন্স জিও-এর বিপ্লবের পরে এবার ডিটিএইচ অর্থাৎ ডাইরেক্ট টু হোম পরিষেবা নিয়ে আসতে চলেছে জিও। আসছে জিও হোম টিভি। এখনও পর্যন্ত এ ব্যাপারে জিও-এর তরফে কিছু না বলা হলেও এই গুঞ্জন ক্রমে জোরালো আকার ধারণ করছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের দাবি তেমনটাই।
ওই প্রতিবেদনের দাবি, মুকেশ অম্বানীর সংস্থা খুব শিগগিরি জিও হোম টিভি আনতে চলেছে বাজারে। ২০০ টাকায় এসডি (স্ট্যান্ডার্ড ডিফিনিশন) চ্যানেল ও ৪০০ টাকায় এইচডি (হাই ডেফিনিশন) চ্যানেল মিলবে এই পরিষেবায়।
প্রতিবেদনটি থেকে আরও জানা যাচ্ছে, সম্প্রতি কয়েকটি ডিভাইসে এইচডি পরিষেবা আনা হয়েছিল জিও ব্রডকাস্ট অ্যাপে। সেই পরিষেবাকেই আরও পরিমার্জনা, পরিবর্ধন করে জিও হোম টিভি সার্ভিস আনতে চলেছে মুকেশ অম্বানীর সংস্থা।
তবে ওই প্রতিবেদনের দাবি, এখনও পর্যন্ত এ ব্যাপারে জিও-এর তরফ থেকে কিছুই জানা যায়নি। পুরো বিষয়টিই রয়েছে গুঞ্জনের স্তরে। আপাতত জিও-প্রেমীদের অপেক্ষা, কবে এই পরিষেবার ঘোষণা করেন মুকেশ অম্বানী।