ভারতে সব বেসরকারি মোবাইল সংস্থারই নানা রকমের পোস্ট পেইড প্ল্যান আছে। রয়েছে ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল রোমিং-এর একাধিক পরিকল্পনাও। তবে সবাইকেই পিছনে ফেলে দিচ্ছে জিওর নতুন প্ল্যান।
জিও এমন একটি প্ল্যান এনেছে বাজারে যাতে মাত্র দু’ টাকায় বিদেশে থাকা আত্মীয়র সঙ্গে যোগাযোগ করা যাবে।
জেনে নিন সেই প্ল্যানটি সবিস্তারে—
• ১৭০টি দেশের মধ্যে সক্রিয় জিও রোমিং প্ল্যানটির খরচ ১১০১ টাকা।
• এই প্ল্যানে ১১২১ টাকার টকটাইম পাওয়া যাবে।
• এই ট্যারিফে যে কোনও দেশ থেকেই ইনকামিং কল আসবে দু’ টাকা প্রতি মিনিট রেটে।
• এসএমএস-এর খরচও দুটাকা প্রতি এসএমএস।
• ফোন করতে খরচ হবে ১০০ টাকা।