নরেন্দ্র মোদী সরকার নগদহীন লেনদেনের উপরে জোর দিচ্ছে। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, নোটবাতিলের পর আপনার মোবাইলই হয়ে উঠবে আপনার ব্যাঙ্ক। বিরোধীরা প্রশ্ন তুলছেন যে দেশের সব প্রান্তে ইন্টারনেট সংযোগ নেই, সে কী করে মোবাইল ফোনে লেনদেন করবে। অনেকেই স্মার্টফোন ব্যবহার করেন না। তারাই বা কী করে সাধারণ ফোনের মাধ্যমে লেনদেন করবে? এখন জানা যাচ্ছে, ইন্টারনেট সংযোগ ছাড়াও সাধারণ মোবাইল ফোনের মাধ্যমে যে কেউ লেনদেন করতে পারেন। কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করেই এই টাকা দেওয়া নেওয়া চলতে পারে।
কী পদ্ধতি অবলম্বন করবেন জেনে নিন:
১। প্রথমেই জেনে রাখা দরকার যে, আপনার ফোন নম্বরটি যেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে। অর্থাৎ আপনাকে ব্যাঙ্কে জানিয়ে রাখতে হবে, এই মোবাইল নম্বরের মাধ্যমে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চালাবেন।
২। এবার মোবাইলে যেভাবে নম্বর টাইপ করে ডায়াল করেন কাউকে কল করার আগে, ঠিক সেভাবেই টাইপ করুন, *99# আর কল করার বোতামটি টিপুন। এই *99# টি মনে রাখুন। এটি সবসময়ে আপনার কাজে লাগবে।
৩। কল করার পরেই ইউএসএসডি কোড চলতে থাকবে আর আপনাকে দেখাবে, ওয়েলকাম টু এনইউইউপি। আপনি ‘ওকে’ বোতামটি টিপুন।
৪। এবার আপনার জন্য একটি মেনু খুলে যাবে। জানতে চাইবে আপনার ব্যঙ্কের নামের প্রথম তিনটি অক্ষর। যেমন, এইচডিএফসি ব্যাঙ্ক হলে, লিখুন এইচডিএফ। অথবা ব্যাঙ্কের আইএফএসসি কোড জানা থাকলে তার প্রথম চারটি অক্ষর লিখুন বা ব্যাঙ্কের দু’টি সংখ্যার নিউমেরিক কোড জানা থাকলে সেটা লিখুন আর ‘ওকে’ করে দিন।
৫। এবার দেখবেন, আরেকটি মেনু খুলে যাবে যেখানে আপনি আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, মিনি স্টেটমেন্ট দেখে নিতে পারেন ১ বা ২ নম্বর টিপে।
৬। এখানে দেখে নিন, আপনার জন্য আপনার ব্যাঙ্ক কী এমএমআইডি কোড দিয়েছে। ৩ নম্বর টিপে পাঠান। সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্ক আপনার এমএমআইডি কোড পাঠিয়ে দেবে। এটা লিখে রেখে দিন। কারণ, কারওর কাছ থেকে টাকা নিতে গেলে আপনাকে এই নম্বরটি ব্যবহার করতে হবে।
৭। এবার জেনে নিন, পয়সা পাঠাবেন কী করে। আবার *99# ডায়াল করুন। একই পদ্ধতিতে ব্যাঙ্কের নামের প্রথম তিনটি অক্ষর লিখে মেনুতে আসুন। দেখুন এমএমআইডি ব্যবহার করে কীভাবে টাকা পাঠাবেন, তার একটি অপশন পাবেন ৪ নম্বরে। সেটা টিপুন।
৮। যাকে টাকা পাঠাবেন, তার মোবাইল নম্বর জানতে চাইবে এবার। সেই মোবাইল নম্বরটি টাইপ করুন আর পাঠান। এবার আপনি যাকে টাকা পাঠাচ্ছেন, তার এমএমআইডি জানতে চাইবে। তার কাছ থেকে জেনে নিয়ে সেটা টাইপ করুন।
৯। এবার টাকার পরিমাণ লিখুন। ৫০০০ টাকা পর্যন্ত টাকা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে পাঠাতে পারেন। ওখানে টাকার পরিমাণের সঙ্গে লিখে রাখতে পারেন কী জন্য টাকা পাঠালেন।
১০। এবার আপনি আপনার এম-পিন ও আপনার অ্যাকাউন্টের শেষ চারটি নম্বর লিখুন। আর পাঠিয়ে দিন। ব্যাস আপনার লেনদেন সম্পূর্ণ।
দেখুন ভিডিও: