কিছুদিন আগেই নিজের ক্লোদিং লাইন লঞ্চ করেছেন সানি লিওনি। এবার নিজের সেলফোন ব্র্যান্ড লঞ্চ করবেন তিনি।
শোনা গিয়েছে, আগামী বছরের গোড়া থেকেই সানি এবং তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার সেলফোন ব্র্যান্ড লঞ্চ সংক্রান্ত কাজে নেমে পড়বেন। মোবাইল অ্যাকসেসরি এবং ল্যাপটপও বাজারে আনতে চান তাঁরা।
ড্যানিয়েলের কথায়, ‘‘প্রযুক্তি জিনিসটা আমাদের দু’জনকেই খুব আকর্ষণ করে। আশা করছি, দু’জনে মিলে ভাল কিছু জিনিসই নিয়ে আসব ক্রেতাদের জন্য।’’ গোটা রেঞ্জ কিউরেট করার দায়িত্বে রয়েছেন সানি। নতুন প্রজন্মের পছন্দের সঙ্গে খাপ খাইয়ে যাতে প্রডাক্টগুলো বানানো হয়, সেটাই দেখবেন তিনি।