অভূতপূর্ব অফার নিয়ে এল ভোডাফোন। এবার মাত্র ১৭৯ টাকায় পাওয়া যাবে আনলিমিটেড ডেটা এবং এবং আনলিমিটেড ভয়েস কল। এই প্ল্যানটি শুধু প্রিপেড গ্রাহকদের জন্যই বাজারে নিয়ে এসেছে ভোডাফোন। তবে সারা দেশে নয়, এখনও পর্যন্ত শুধু বিহার ও ঝাড়খণ্ডের গ্রাহকদের জন্যই এই প্ল্যানটি এসেছে।
১৭৯ টাকার এই প্ল্যানটি ২৮ দিনের জন্য বৈধ থাকবে। এমনই জানা গিয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে। এমনকী, রোমিং-এও ফ্রি ভয়েস কল করা যাবে এই প্ল্যানটি রিচার্জ করা যাবে। এর আগে ভোডাফোন একটি ১৭৬ টাকার প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানটিতে প্রতিদিনে ১ জিবি করে ডেটা পাওয়া যাচ্ছিল।
কিন্তু ১৭৯ টাকার এই প্ল্যানটির কিছু খামতি রয়েছে। আনলিমিটেড হলেও এই ডেটা শুধু ২জি স্পিডে পাওয়া যাবে। আর প্ল্যানে আনলিমিটেড কল বলা হলেও এতে সীমা বাঁধা রয়েছে। দিনে ২৫০ মিনিট ফ্রি কল এবং সপ্তাহে মোট ১০০০ মিনিটের ফ্রি কল করা যাবে। এই সীমা অতিক্রম করলে গ্রাহকের প্রতি মিনিটে ৩০ পয়সা করে কাটা হবে।
খামতি থাকলেও এত সস্তায় আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে বলে ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে এই প্ল্যানটি লোভনীয় হয়ে উঠেছে। তবে বিহার ও ঝাড়খণ্ডের পরে আর কোথাও এই প্ল্যানটি চালু হবে কি না, তা এখনও জানা যায়নি।