রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়— এমনটাই প্রচলিত ছিল এত দিন। কিন্তু, এবার বোধ হয় তা ভুল প্রমাণ হওয়ার সময় এসেছে।
ভারতের দুই বৃহৎ টেলিকম কোম্পানি, আইডিয়া সেলুলার ও ভোডাফোন ইন্ডিয়া খুব শিগগিরিই এক হতে চলেছে বলে খবর প্রকাশিত হয়েছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে।
চলতি মাসের ২৬ তারিখ ‘এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং’ (ইজিএম) ডেকেছে আইডিয়া সেলুলার। সেই অধিবেশনেই ঘোষণা করা হবে, দুই কোম্পানি মিলে যাওয়ার পরে তার নতুন নাম। সম্ভবত সেই নাম হবে ‘ভোডাফোন আইডিয়া লিমিটেড’।
মূলত, রিলায়েন্স জিও ও ভারতী টেলিকমকে টেক্কা দিতেই এই ‘মার্জার’, বলে মনে করছেন ব্যবসায়ী সম্প্রদায়ের মানুষ। এবং, এই সংযোগের ফলে নতুন কোম্পানিই হবে ভারতের সর্ববৃহৎ টেলিকম কোম্পানি। যার মূল্য হবে ২৩ বিলিয়ন ডলার। ভারতীয় মূল্যে যা প্রায় ২৩০০ কোটি টাকা।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, ভোডাফোনের শেয়ার থাকবে ৪৫.১%, আদিত্য বিড়লা গ্রুপের শেয়ার হবে ২৬% ও আইডিয়ার শেয়ার থাকবে ২৮.৯%।
প্রসঙ্গত, গত মার্চ মাসেই ঠিক করা হয়েছিল নতুন টেলিকম কোম্পানির চেয়ারম্যান ও সিইও-র নাম। ‘ভোডাফোন আইডিয়া লিমিটেড’র নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হবেন কুমার মঙ্গলম বিড়লা। ভোডাফোন ইন্ডিয়া-র বর্তমান সিওও, বালেশ শর্মা হবেন নতুন কোম্পানির সিইও।