দিওয়ালির আগেই নতুন বাজেট ফোন লঞ্চ করল ভিডিওকন। হোম অ্যাপ্লায়েন্স-এর বাজারে এই কোম্পানির প্রচণ্ড নাম-ডাক হলেও স্মার্টফোনের বাজারে এখনও ঠিক নাম করে উঠতে পারেনি কোম্পানি। তার উপর কোম্পানিটি এদেশীয়। মাইক্রোম্যাক্স ছাড়া অন্যান্য এদেশীয় ফোন ব্র্যান্ডগুলির মধ্যে কেউই বিশেষ সুবিধে করে উঠতে পারেনি। হয়তো ‘দিশি’ জিনিস বলেই খুব একটা আমল দেন না এখানকার ক্রেতারা। তবে তা বলে কি আর হাত গুটিয়ে বসে থাকবে কোম্পানি?
গত মাসেই লঞ্চ হয়েছে ভিডিওকন ফোন ‘কিউব ৩’, এবার লঞ্চ হল ‘আলট্রা৫০’। নতুন এই স্মার্টফোনটির দাম ৮৯৯০ টাকা। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই অনলাইন এবং রিটেল স্টোরগুলিতে পাওয়া যাবে এই ফোন। এই ফোনের মূল আকর্ষণ হল ডুয়াল হোয়াটসঅ্যাপ ফিচার অর্থাৎ একই ফোন থেকে দু’টি আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট মেনটেন করা যাবে। এছাড়া এই ফোনের কিপ্যাডে আকর্ষণীয় কিছু ফিচার রাখা হয়েছে। যেমন ‘o’ প্রেস করলে ফ্ল্যাশ লাইট স্টার্ট হয়ে যাবে, আবার ‘M’ প্রেস করলে মিউজিক প্লে হতে আরম্ভ করবে। আবার ‘C’ প্রেস করলে অন হয়ে যাবে ক্যামেরা।
আরও পড়ুন
ধনতেরাসে গয়না না কিনে, ইনভেস্ট করুন গোল্ড বন্ড বা ইটিএফে
ভোডাফোন গ্রাহকদের জন্য সুখবর আসছে দিওয়ালির পরেই
সাইলেন্ট মোডে থাকলেও খুঁজে পাওয়া যাবে এই ফোন
এছাড়া এই ফোনে রয়েছে একটি প্রি-ইনস্টলড এমারজেন্সি রেসপন্স অ্যাপ। এর ফলে বিপদের সময় পাওয়ার বাটনটিই হয়ে উঠবে প্যানিক বাটন। আর প্যানিক বাটন প্রেস করলেই অ্যাপের সাহায্যে এমারজেন্সি কনট্যাক্ট লিস্টে থাকা নম্বরগুলিতে পৌঁছে যাবে অ্যালার্ট। মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ফিচার। এক ঝলকে দেখে নিন এই ফোনের অন্যান্য ফিচারস—
১. ৫ ইঞ্চি স্ক্রিন
২. এইচডি আইপিএস ডিসপ্লে
৩. আসাহি ড্র্যাগনট্রেল গ্লাস প্রোটেকশন
৪. ১.৩ গিগাহার্টজ মিডিয়াটেক কোয়াড-কোর প্রসেসর
৫. ৩ জিবি র্যাম
৬. ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ
৭. ৬৪ জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ
৮. অ্যানড্রয়েড ৬.০ মার্শমেলো ভার্সন
৯. ডুয়াল সিম, ফোরজি ভিওএলটিই সাপোর্ট
১০. ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ডুয়াল এলইডি-সহ
১১. ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ফ্ল্যাশ-সহ
১২. ওয়াই-ফাই, জিপিএস, এফএম, ব্লুটুথ
১৩. ৩০০০ এমএএইচ ব্যাটারি