পুরনো জায়ামি ফোন বদলাতে চান? এবার বাড়িতে বসেই বদলাতে পারেন পুরনো ফোন। তেমনই অফার নিয়ে এল জায়ামি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, চাইলে অনলাইনে নতুন ফোন কিনতে পারেন বাড়িতে বসেই। সেটা অবশ্য নতুন কিছু নয়। কিন্তু পুরনো ফোনের বদলে নতুন ফোন কেনা? জায়ামির নতুন ফোনে সেটাও করা যাবে ঘরে বসেই।
জানা যাচ্ছে, ভারতীয় সংস্থা ‘ক্যাশিফি’-এর সঙ্গে জুটি বেঁধেছে জায়ামি। তাদের যৌথ উদ্যোগেই এ দেশে শুরু হচ্ছে জায়ামির আকর্ষণীয় ‘এক্সচেঞ্জ প্রোগ্রাম’।
চাইলে অবশ্য জায়ামির শোরুমে গিয়েও এই এক্সচেঞ্জ করা যাবে। সঙ্গে করে নিয়ে যেতে হবে পুরনো ফোনটি। ক্যাশিফির একটি দল শোরুমে থাকবে। তারাই পরীক্ষা করে দেখবে আপনার। এর পর তারা নির্ধারণ করে দেবে আপনার সেটটির বিক্রয়মূল্য কত হতে পারে।
তবে এই ব্যবস্থা অন্য শোরুমেও মেলে। জায়ামির নতুন এক্সচেঞ্জ অফারের বিশেষত্বই হল, এক্ষেত্রে মিলবে বাড়ি বসেই ফোন বদলানোর সুযোগ। এর জন্য আপনার চাই ক্যাশিফির অ্যাপটি। যেটি আপনি অনায়াসেই ডাউনলোড করে নিতে পারবেন আপনার। সেই অ্যাপ অনলাইনে পরীক্ষা করে দেখে নেবে আপনার ফোনটির বর্তমান পরিস্থিতি। ফোনে থাকা ফিচারগুলিও দেখে নেওয়া হবে। তার পর সেই অ্যাপই আপনাকে জানিয়ে দেবে আপনার ফোনের জন্য আপনি কত টাকা ছাড় পেতে পারেন নতুন ফোনে।
এবার নতুন ফোন পছন্দ করে বুক করে ফেলুন। পিকআপ সার্ভিসম্যান আপনার বাড়িতে এসে পুরনো ফোন নিয়ে নতুন ফোন পৌঁছে দেবে আপনাকে। তাঁকে শুধু হিসেব করে দিয়ে দিতে হবে অবশিষ্ট মূল্য।