ভারতীয় বাজারে একচ্ছত্র আধিপত্য বিস্তারে নতুন পদক্ষেপ নিল জায়ামি। একাধিক গ্যাজেট-এর পর এবার গ্রাহকদের জন্য ‘ট্রাভেল ব্যাগপ্যাক’ নিয়ে হাজির এই চেনা টেলিকম কোম্পানি।
সম্প্রতি ভারতীয় বাজারে তিন ধরনের ‘ব্যাগ’ লঞ্চ করেছে জায়ামি—
• এমআই ট্রাভেল ব্যাগপ্যাক
• এমআই সিটি ব্যাগপ্যাক
• এমআই ক্যাজুয়াল ব্যাগপ্যাক
দাম যথাক্রমে ১৯৯৯ টাকা, ১৫৯৯ টাকা এবং ৮৯৯ টাকা। নীল, ধূসর এবং কালো— এই তিনটি রংয়েই পাওয়া যাবে ব্যাগগুলি।
এমআই ট্রাভেল ব্যাগে রয়েছে ‘টু-ওয়ে জিপার’। ৪ স্প্ল্যাশ রেজিসটেন্ট ট্রিটমেন্ট যুক্ত ৬৫০ডি অক্সফর্ড কাপড়ের তৈরি হওয়া এই ব্যাগটি ওয়াটার প্রুফ। ওজন ৭৭১ গ্রাম। ব্যাগের স্ট্র্যাপগুলিও এমন ভাবে তৈরি করা হয়েছে যে কাঁধে যাতে বেশি চাপ না পড়ে।
এমআই ট্রাভেল ব্য়াগপ্যাক। (ছবি: এমআই.কম)
একাধিক সুবিধা আছে এমআই সিটি ব্যাগপ্যাকেও। ব্যাগের ভিতরে রয়েছে ৪টি থাকের স্টোরেজ কর্মার্টমেন্ট। অর্থাৎ ল্যাপটপ, আইপ্যাড এবং জরুরি কাগজ পত্র সব একসঙ্গে রাখতে পারেন ক্রেতারা। এই ব্যাগটিও ওয়াটার প্রুফ।
এমআই সিটি ব্যাগপ্যাক। (ছবি: এমআই.কম)
অন্যদিকে, ১৫.৬ ইঞ্চির ল্যাপটম স্টোরেজ সমৃদ্ধ এমআই ক্যাজুয়াল ব্যাগপ্যাক কলেজ পড়ুয়া বা অফিস যাত্রীদের জন্য আদর্শ।
এমআই ক্যাজুয়াল ব্যাগপ্যাক। (ছবি: এমআই.কম)
এমআই-এর অফিসিয়াল ওয়েবসাইটল ‘এমআই.কম’-এই লগ ইন করে কেনা যাবে ব্যাগগুলি। এমনই জানা গিয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে। কিন্তু জায়ামির অফলাইন স্টোর-এ এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না এই ব্যাগগুলি।
প্রসঙ্গত, গত বছর অগস্ট মাসে এমআই বিজিনেস ব্যাগপ্যাক লঞ্চ করেছিল ভারতীয় বাজারে।