সেলফি তুলতে পছন্দ করেন? এবার আপনার জন্য জায়ামি নিয়ে আসছে অসাধারণ একটি স্মার্টফোন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৭ জুন ভারতে লঞ্চ করবে এই ফোনটি।
রেডমি ওয়াই২ এই স্মার্টফোনের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল এর ফ্রন্ট ক্যামেরা। ১৬ মেগাপিক্সেলের এই ফোনটি পাওয়া যাবে তিনটি রংয়ে— ডার্ক গ্রে, গোল্ড ও রোজ গোল্ড।
প্রতিবেদনটি থেকেই জানা গিয়েছে, ৬৪ জিবি-র রেডমি ওয়াই২-এর দাম ১১,৯৯৯ টাকা এবং ৩২ জিবি স্টোরেজের দাম ৯,৯৯৯ টাকা।
জায়ামি রেডমি ওয়াই১-এর নতুন সংযোজনই হল এই ওয়াই২। এমআই.কম-এর পাশাপাশি এই ফোন আমাজন ইন্ডিয়া ওয়েবসাইটেও কিনতে পাওয়া যাবে।
রেডমি ওয়াই২ নিয়ে ইতিমধ্যেই এমআই ওয়েবসাইট একটি টিজার প্রকাশ করে ফেলেছে। এর সম্ভাব্য ফিচার্সগুলি জেনে নিন—
• ৫.৫৯ ইঞ্চি ডিসপ্লে
• ডুয়াল রিয়ার ক্যামেরা (১২ এমপি+ ৫ এমপি)
• ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা
• এছাড়াও রয়েছে বিশেষ ফিঙ্গারপ্রিন্ট সেনসর।