যাবতীয় জল্পনার অবসান। মার্চ পর্যন্ত মিলবে রিলায়েন্স জিও-র ফোরজি আনলিমিটেড ফ্রি ভয়েস কল এবং ফোরজি ডেটা সার্ভিস। ‘হ্যাপি নিউ ইয়ার অফার’ নামে এই প্রকল্পকে বাজারে ছাড়ছে জিও। বৃহস্পতিবার সংস্থার শেয়ারহোল্ডারদের সঙ্গে বৈঠকে এই কথা ঘোষণা করেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ অম্বানী। তিনি জানান, ২০১৭ সালের মার্চ মাস পর্যন্ত এই ফ্রি অফারের সুবিধা পাবেন গ্রাহকরা। নয়া ফ্রি-অফারে আরও বাড়তি কিছু সুবিধা গ্রাহকদের দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মুকেশ।
সেপ্টেম্বরে বাজারে তাদের ফোরজি ‘ফ্রি ওয়েলকাম অফার’ নিয়ে এসেছে জিও। এরপর থেকে একের পর এক মোবাইল পরিষেবা সংস্থাকে কাত করে দিয়েছে তারা। মাত্র ২৬ দিনে ১ কোটিরও বেশি গ্রাহককে নথিভুক্ত করেছিল জিও। এখন এই সংখ্যাটা বাড়তে বাড়তে ৩ কোটি ছাড়িয়ে গিয়েছে। ডিসেম্বরের শেষে এই সংখ্যাটা বেড়ে ৫ কোটির কাছে চলে যাবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন...
এবার ‘হোম ডেলিভারি’-তেও মিলছে জিও সিম!
জিও-র বিরুদ্ধে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার ষড়যন্ত্র, আইনি পথে রিলায়েন্স
কলকাতার গ্রাহককে ২৭,৭১৮ টাকার বিল ধরাল রিলায়েন্স জিও!
বৃহস্পতিবার জিও-র নতুন ফ্রি পরিষেবা ঘোষণার সময় নাম না করেই এয়ারটেল, ভোডাফোন এবং আইডিয়া সেলুলারকে তোপ দাগেন মুকেশ। তিনি অভিযোগও করেন, কিছু সহযোগী সংস্থার অসহযোগিতার জন্য জিও-র ফোরজি পরিষেবায় সমস্যায় পড়তে হয়েছে গ্রাহকদের। তবে, তাঁর আশ্বাস, ‘হ্যাপি নিউ ইয়ার অফার’ জিও গ্রাহকদের আশাকে আরও বাড়িয়ে তুলবে।
জিও যাতে তার ‘ফ্রি ওয়েলকাম অফার’-এর মেয়াদ ৩১ ডিসেম্বরের মধ্যেই শেষ করে তার জন্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই-এর কাছে নালিশ করেছিল এয়ারটেল, ভোডাফোন, এয়ারসেল, আইডিয়া-র মতো মোবাইল পরিষেবা দেওয়া সংস্থাগুলি। কিন্তু, ট্রাই এই অভিযোগ খারিজ করে দিয়েছিল।
‘হ্যাপি নিউ ইয়ার অফার’- নামে জিও-র এই প্রকল্প ঘোষণার সঙ্গেই ‘রিলায়েন্স জিও পেমেন্টস ব্যাঙ্ক’-এর কথাও ঘোষণা করেছেন মুকেশ অম্বানী। ই-মোবাইল ওয়ালেটের মডেলেই এই ‘পেমেন্টস ব্যাঙ্ক’ তৈরি করছে রিলায়েন্স। এর জন্য ভারতীয় স্টেটব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়েছে তারা।