বয়স মাত্র চব্বিশ। এই বয়সেই ছুটে বেড়িয়েছেন কাশ্মীরের আনাচ কানাচ। কথা বলেছেন বিধ্বস্ত কাশ্মীরের আট থেকে আশি সঙ্গে। যাদবপুরের ছাত্রী অনীশা মণ্ডলের পরিচালনায় তৈরি হচ্ছে নতুন ছবি হিরথ্। হিরথ্ শব্দের মানে এমন এক বাড়িতে ফেরার আকুতি, যে বাড়ির আর কোনও অস্তিত্বই নেই। মূলত ২০১৬-র প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই গল্প লিখেছেন অনীশা। অশান্ত কাশ্মীরে যখন প্রতি মুহূর্তে জ্বলছে, সেই সময়ে কাশ্মীরের ভবিষ্যত প্রজন্মের অসহায়তাই ফুটিয়ে তুলেছেন অনীশা তার গল্পে। এই গল্পকে সেলুলয়েডে দেখার জন্য অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন। কারণ, ছবির প্রি পোডাশনের কাজ অনেকটা এগিয়ে গেলেও, এখনও ছবির শুটিং শুরু হয়নি। তবে জানুয়ারির শেষেই ফ্লোরে পৌঁছতে পারে এই ছবি, জানালেন পরিচালক।
ছবিতে বিভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে, তানাজ তাবাটাবায়ি, নাসিরুদ্দিন শাহ, মির সরওয়ার, গিরিশ কুলকার্নি, বিপিন শর্মা এবং আরও অনেককে। ছবিতে সিনেমাটোগ্রাফির দায়িত্বে থাকছেন কৌশল শাহ। কলকাতার মেয়ে অনীশা দীর্ঘদিন ধরে কাজ করেছেন বিভিন্ন বিজ্ঞাপনে। হিরথ্, তাঁর পরিচালনা এবং স্ক্রিপ্টে প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি। স্বাভাবিক ভাবেই অনেক প্রত্যাশাই দানা বেঁধেছে তাঁর এই ছবিকে ঘিরে। অনীশার বক্তব্য, এই ছবি নির্দিষ্ট কোনও ক্যাটাগরির জন্য নয়। ছবির বিষয়বস্তু জাতি, ধর্ম, দেশ, সীমান্ত ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে গিয়ে ধাক্কা দেবে যে কোনও হিউম্যান সাইকোলজিতে।