এ যেন না চাইতেই বর পাওয়ার মতো ব্যাপার। আর পুজোর আগেই এমন বর পেতে কার না ভাল লাগে!
সত্যজিৎ রায়ের ‘গুগাবাবা’ সিরিজের প্রথম ছবি ‘গুপী গাইন বাঘা বাইন’ মুক্তি পায় ১৯৬৯ সালে। সাদা-কালো ছবি। তা সত্ত্বেও তার জনপ্রিয়তা কমেনি এতটুকুও।
যে কারণে আবারও তাদের ফিরিয়ে আনা হচ্ছে বড় পর্দায়। দক্ষিণ কলকাতার এক নামী সিনেমা হলে প্রদর্শিত হবে ‘গুপী গাইন বাঘা বাইন’, আগামী ৯ থেকে ১১ অক্টোবর পর্যন্ত। পাশাপাশি, বাঙালি দর্শকের মন জয় করতে থাকবে সত্যজিৎ রায়ের আরও দুটি ‘কাল্ট’ ছবি— অরণ্যের দিন রাত্রি (১৯৭০) ও প্রতিদ্বন্দ্বী (১৯৭০)।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, সিনেমা হলের বর্তমান কর্ণধার অরিজিৎ দত্ত জানিয়েছেন, উল্লেখিত তিনটি ছবির প্রযোজক ছিলেন তাঁর বাবা অসীম দত্ত।
এই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ছবি ছিল ‘হীরক রাজার দেশে’ (১৯৮০) ও ‘গুপী বাঘা ফিরে এলো’ (১৯৯২)। যদিও তৃতীয় ছবির পরিচালক ছিলেন সন্দীপ রায়।