‘করুণাময়ী রাণী রাসমণি’-তে গল্প এখন জমজমাট। বাঙালির শারদোৎসব শেষ হয়ে গেলেও ধারাবাহিকে এখনও রয়েছে শারদোৎসবের আবেশ। আর তাছাড়া এ তো ইতিহাস-ধর্মী গল্প, তাই সাম্প্রতিক বাস্তবের সঙ্গে কোনও সম্পর্ক নেই। তাই ২০১৮-র শারদোৎসবের দিনক্ষণের সঙ্গে কোনও সম্পর্ক নেই। বরং ধারাবাহিকের গল্পে পুজোর আমেজ এখনও পাচ্ছেন দর্শক।
আর এই পুজোকে কেন্দ্র করেই আসছে একটি বিশেষ এপিসোড, যেখানে প্রকৃতপক্ষে চাঁদের হাট বসবে বলা যায়। বাবু রাজচন্দ্র দাস ছিলেন সেই সময়ের অভিজাত সমাজের এক উজ্জ্বল মুখ, যাঁর বিশেষ বন্ধু ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এর আগে জানবাজারের দাস পরিবারের বিভিন্ন পাল-পার্বণে দেখা গিয়েছে এই ঐতিহাসিক চরিত্রটিকে।
এই মুহূর্তে পুজোর যে ট্র্যাকটি চলছে, তার সূত্র ধরেই আবারও দেখা যাবে তাঁকে। শুধু প্রিন্স দ্বারকানাথ ঠাকুর নন আরও একাধিক ঐতিহাসিক চরিত্রকে দেখা যাবে জানবাজারের বাড়িতে দুর্গাপুজোর বিশেষ আমন্ত্রিত হিসেবে। এই অতিথিসমাগমকে চাঁদের হাট বলা যায়। প্রথমত, বাংলার ইতিহাসের এতজন গুরুত্বপূর্ণ চরিত্র একসঙ্গে। দ্বিতীয়ত রাজ ভট্টাচার্য, গাজি আবদুন নূর থেকে পরিচালক অনিন্দ্য সরকার— একফ্রেমে।
এই রিউনিয়ন এপিসোডটি সম্ভবত এই সপ্তাহেই টেলিকাস্ট হবে।