‘তনু ওয়েডস মনু’-তে যে ভোলাভালা মাধবনকে দেখে নীরবে চোখের জল ফেলেছিলেন দর্শক, সেই মাধবনকে দেখেই এবার তেড়ে গালাগাল দিতে পারেন তাঁরা। কেন? কারণ, রাজকুমার হিরানির প্রযোজনায় এবার এক নতুন অবতারে বড় পর্দায় আসতে চলেছে অভিনেতা আর মাধবন। ছবির জন্য আগাম শুভেচ্ছা বার্তা দিলেন আমির খান।
ছবির নাম ‘শালা খরুশ’। গল্পের বুনোটে ধরা পড়েছেন এক বদমেজাজি বক্সিং টিচার। এই ছবির জন্য নাকি প্রাণপাত করে চেহারা বানিয়েছেন মাধবন। শরীরের সব মেদ ঝরিয়ে মাত্র কয়েক মাসেই সিক্স প্যাক বানিয়ে নিয়েছেন ম্যাডি। ছবির গল্পের মধ্যে কোথাও ‘চাক দে’-র শাহরুখ বা ‘মেরি কম’-এর প্রিয়াঙ্কাকে আংশিক খুঁজেও পেতে পারেন। তবে, রাজকুমারের হিরানির ম্যাজিকে এই ছবি যে মাধবনের কেরিয়ারে মাইলস্টোন হতে চলেছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
ছবির পোস্ট প্রোডানশনের কাজ ইতিমধ্যেই শেষ। আগামী বছর জানুয়ারিতেই মুক্তি পাবে ‘শালা খরুশ’। ছবি মুক্তির আগে টুইটারে প্রযোজক এবং অভিনেতাকে শুভেচ্ছা জানালেন আমির খান। তিনি লেখেন, ‘রাজু, ম্যাডি অল দ্য বেস্ট...লাভ ...এ’।
প্রসঙ্গত, এর আগে রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়েটস’-এ একসঙ্গে কাজ করেছিলেন আমির এবং মাধবন। তখন থেকেই অসম্ভব ভাল কেমিস্ট্রি দু’জনের। হিরানির প্রযোজনায় এই ছবি দিয়ে ডিরেক্টোরিয়াল ডেব্যু করতে চলেছেন সুধা কোঙ্গরা প্রসাদ।