‘সির্ফ তুম’(১৯৯৯)- ছবির ‘দিলবার’ গান ও নাচের দৃশ্য এখনও দর্শকের স্মৃতিতে রয়েছে। এবার সেই গানের রিমিক্স রয়েছে অভিনেতা জন আব্রাহামের ‘সত্যমেব জয়তে’ ছবিতে। সেই গানের তালে ডান্স নাম্বার করেছেন নোরা ফাতেহি। ৪ জুলাই গানটি প্রকাশ পেতেই স্যোশাল মিডিয়ায় ঝড় উঠেছে।
কে এই নোরা ফাতেহি? এমনিতেই বিদেশি নায়িকাদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে হিন্দি ছবিতে। মরক্কো ও কানাডা দুই দেশের নাগরিক ড্যান্সার অভিনেত্রী এর আগে বেশ কিছু হিন্দি ও দক্ষিণী ছবিতে মুখ দেখিয়ে ফেলেছেন। এর আগে ‘রোয়ার টাইগারস অফ সুন্দরবন ’(২০১৪) ছবিতে দেখা গিয়েছে। তাছাড়াও ‘বাহুবলী ’(২০১৫) ছবিতে স্পেশাল অ্যপিয়ারেন্স ছিল তাঁর। পরিচালক মিলাপ জাভেরির আগামী ছবি ‘সত্যমেব জয়তে’-তে এই গানটি ব্যবহার করা হয়েছে। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন জন অব্রাহাম, মনোজ বাজপেয়ি ও অনেকে। এই ছবিটি মুক্তি পাচ্ছে ২০১৮-র ১৫ অগস্ট। আপাতত ‘দিলবার’ গানই দেখতে পাবেন দর্শকরা। সম্পূর্ণ ছবি দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। দেখেনিন ভিডিও-