কর্ণ জোহরের আগামী ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন অগণিত দর্শক। ইতিমধ্যেই বিভিন্ন ইস্যুতে এই ছবি নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে। ছবিতে পাক অভিনেতা থাকার জন্য মহারাষ্ট্রের নবনির্মাণ সেনার পক্ষ থেকে ছবিটি নিষিদ্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে অবশ্য রাজ ঠাকরের পক্ষ থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তাই সিডিউল অনুযায়ী ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ফাঁস হওয়া সেই সার্টিফিকেট
এখানেই শেষ নয়। ছবিতে রণবীর-ঐশ্বর্যার চুম্বন দৃশ্য নিয়েও চলেছে বিস্তর জল্পনা। ইতিমধ্যেই গুজব উঠেছে যে, রণবীর ও ঐশ্বর্যের ঘনিষ্ঠ প্রেমের দৃশ্যে তিনটি শট বাদ দিয়েছেন ‘সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন’ তথা সিবিএফসি-এর চেয়ারম্যান পহেলাজ নিহালনি। তবে এবার সেন্সর বোর্ড কাঁচি চালালো রণবীর-অনুষ্কার চুম্বন দৃশ্যে। যে দৃশ্যগুলির উপর কাঁচি চালানো হয়েছে, তার সার্টিফিকেট ভাইরাল হয়ে গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। ফাঁস হয়ে যাওয়া সেই সার্টিফিকেটে দেখা যাচ্ছে একটা নয়, পাঁচটি দৃশ্য বাদ দেওয়া হয়েছে ছবি থেকে, যদিও তিন নম্বর শটটির কথা সার্টিফিকেটে উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন
ছবিতে পাক অভিনেতাদের নিতে হলে পাঁচ কোটি দিতে হবে: রাজ ঠাকরে
মুশকিল আসান ‘অ্যায় দিল হ্যায় মুশকিেল’র, ছবি-মুক্তি নিশ্চিত করলেন রাজনাথ সিংহ
কাজলের পরিবর্তে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে কাকে নিলেন কর্ণ?
প্রথমেই যে দৃশ্যটি বাদ দেওয়া হয়েছে, তা হল— অনুষ্কা শর্মার চরিত্রের যে নাম ‘আলিজেহ্’-এর সঙ্গে রণবীর কপূর ওরফে অয়ন-এর চুমুর দৃশ্য ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। পরের ব্যাখ্যায় লেখা রয়েছে ‘কিসকা জ্যাদা হট হ্যায়’ সংলাপটি পরিবর্তন করে ‘কওন জ্যাদা হট হ্যায়’ করা হয়েছে। এছাড়াও, ‘সরস্বতী কো দাবাও’ সংলাপটির পরিবর্তন ঘটিয়ে করা হয়েছে ‘সরস্বতী কো ছুপাও’। আর সবশেষে ‘উমর ম্যায় বড়ি অওর এক্সপেরিয়েন্স মে ভি কামাল হ্যায়’ সংলাপটি দৃশ্য-সহ বাদ দেওয়া হয়েছে।