‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবি নিয়ে বিতর্ক চলছে। ঝুলি থেকে ধীরে ধীরে বেরিয়ে পড়ছে বিড়াল। গোড়া থেকেই ছবিটি নিয়ে বিতর্ক চলছিল। সেই বিতর্কের কেন্দ্রে ছিল রণবীর কপূর ও ঐশ্বর্যা রাইয়ের ঘনিষ্ঠ দৃশ্য। সংবাদমাধ্যমে প্রচুর কালি খরচ হয়েছে ঐশ্বর্যা ও রণবীরের সেই সম্পর্ক নিয়ে। জয়া বচ্চন আরও উস্কে দিয়েছেন সেই বিতর্ক। অনেকেই মনে করছেন, ঘরের বউয়ের এমন খুল্লমখুল্লা দৃশ্যে অভিনয় মেনে নিতে পারছেন না জয়া। তাই সর্বসমক্ষে ফেটে পড়েছেন। পরোক্ষে ঘরের বউকেই বার্তা দিতে চেয়েছেন জয়া। ওয়াকিবহাল মহল এমনটাই মনে করছে।
এতদিন তিনি কোনও মন্তব্য করেননি। এবার মুখ খুললেন ঐশ্বর্যা। বলা ভাল চুমু বিতর্কে জল ঢালতে যেন নেমে পড়লেন প্রাক্তন বিশ্বসুন্দরী। কী বললেন ঐশ্বর্যা? তিনি বলেন, ‘যখন ব্রাইড অ্যান্ড প্রেজুডিস হয়েছিল, তখনও চিত্রনাট্যে চুমুর দৃশ্য ছিল। কিন্তু আমিই ছবির পরিচালক গুরিন্দর চাড্ডাকে বলেছিলাম, এই চুমুর জায়গাটা আমরা বাদ দিতেই পারি। কারণ এই দৃশ্যটা ছবির জন্য দরকার নয়। সেই সময়ে আমি শব্দ করেছিলাম। ছবিতে চুম্বনের দৃশ্য ছিল না ঠিকই কিন্তু সেই ছবির মহিলা ডিরেক্টর ঘনিষ্ঠ দৃশ্য রেখেছিলেন। এই ইন্ডাস্ট্রিতে দশ বছর হয়ে যাওয়ার পরে আমি ধুম সিনেমাটা করি। ততদিনে অবশ্য চুম্বনের দৃশ্য খুবই স্বাভাবিক হয়ে যায়। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে কোনটা চোখে লাগে সেটা আমরাই ঠিক করে নিতে পারি। আমি যখন ধুম-এ চুম্বন দৃশ্যে অভিনয় করি, তখন একটা দৃশ্য হিসেবে সেটাকে বিবেচনা করেছিলাম। চুম্বন দৃশ্যে ডায়ালগও ছিল। ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল এবং সরাসরি চুম্বন দৃশ্য দেখানো হচ্ছে এমন কিন্তু দেখানো হয়নি সিনেমায়।’
ঐশ্বর্যার বক্তব্য পরিষ্কার। রণবীর ও তাঁর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে অহেতুক জলঘোলা করা হচ্ছে। পরিবর্তিত সময়ে চুমু খাওয়ার দৃশ্য ছবিতে রাখা হলে ‘গেল গেল’ রব তোলার কোনও কারণ নেই।