প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর অন্তর্গত শৌচালয় নির্মাণের প্রকল্পের কথা ঘোষণা করেন যখন, তখন দেশের শহুরে মধ্যবিত্ত শ্রেণির অনেকের কাছেই সেটা হাস্যরসের বস্তু হয়ে দাঁড়ায়। বাড়িতে ঠিকঠাক শৌচালয় না থাকা-টা যে কতটা সঙ্কটের সেটা এই শ্রেণির পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়।
এই বিষয়কে কেন্দ্র করেই অক্ষয়কুমারের নতুন ছবি ‘টয়লেট এক প্রেম কথা’। আগামী ১১ অগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবির নামটিতেই লুকিয়ে রয়েছে ছবির গল্প। ‘টয়লেট’ না থাকলে প্রেমও জানলা গলে পালাতে পারে, বিয়েও ভেঙে যেতে পারে। এই ‘বেসিক নেসেসিটি’ নিয়ে একটি সিরিয়াস ছবি তৈরি করা যেত। কিন্তু পরিচালক ঠিক উলটোটাই করেছেন কারণ বিজ্ঞাপনের জগতে একটি কথা প্রচলিত রয়েছে— ‘হিউমর হ্যাজ দ্য বেস্ট রিকল ভ্যালু’।
মজার ছলেই বলা হয়েছে এই সিরিয়াস সমস্যাটির কথা। ছবির ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল এবং এই ট্রেলারটি দেখে একটাই কথা মনে হয়— এবছরের মেগাহিট হতে চলেছে এই ছবি। দেখুন ট্রেলার নীচের লিঙ্কটি ক্লিক করে—