সম্প্রতি মুক্তি পেয়েছে অনুরাগ বসু পরিচালিত ‘জগ্গা জাসুস’। ইতিমধ্যেই দর্শক থেকে সমালোচক মহল— সর্বত্রই প্রশংসা কুড়িয়েছে ছবিটি। ছবিটি দেখে মুগ্ধ স্বয়ং অমিতাভ বচ্চনও। তাই তর সইতে না পেরে নিজেই অনুরাগ বসুকে টুইট করলেন তিনি।
বিগ বি-র টুইট।
বিগ বি টুইট পোস্টিতে লিখেছেন, ‘‘এই মাত্র ‘জগ্গা জাসুস’ দেখলাম। তাই অনুরাগকে না বলে থাকতে পারলাম না যে, কী ভাল আনন্দদায়ক এবং উদ্ভাবনামূলক ছবি এটা। খুব ভাল লেগেছে ছবিটা দেখতে।’’
অনুরাগের টুইট।
বিগ বি-র টুইট পেয়ে অনুরাগ বসুও টুইট করেন, ‘‘স্যর, আপনার থেকে এই প্রশংসা পেয়ে আমরা উচ্ছসিত।’’ এর পরে আরও একটি টুইট করে অমিতাভ বচ্চনের উদ্দেশে তিনি টুইট করেন, ‘‘আমি সত্যিই এটা দেখে অভিভূত যে, আপনার মধ্যে এখনও শৈশব বিরাজমান। না হলে ‘জগ্গা জাসুস’ আপনাকে মুগ্ধ করতে পারত না।’’
প্রসঙ্গত, ‘জগ্গা জাসুস’ শুক্রবার মুক্তি পেয়েছে। ছবিতে রণবীর কপূর জগ্গা নামে এক অল্পবয়সি গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেছেন। প্রত্যেক বারের মতো এই চরিত্রটিতেও নিজেকে মানানসই করে তুলতে সফল রণবীর। ক্যাটরিনা কাইফকে দেখা গিয়েছে শ্রুতি সেনগুপ্ত নামে এক সাংবাদিকের চরিত্রে। এই ছবিতে তাঁর অভিনয়ও যথেষ্ট প্রশংসিত হয়েছে। নিখোঁজ বাবাকে খুঁজে বের করা নিয়েই তৈরি এই ছবি। জগ্গার বাবর চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এই ক’দিনেই ছবির বক্স অফিস কালেকশন ৩৩.১৭ কোটি।