SEND FEEDBACK

English
Bengali

বড় পরদায় নায়িকা অনিন্দিতা

নিজস্ব প্রতিবেদন | এপ্রিল ২০, ২০১৭
Share it on
ছোট পরদার জনপ্রিয় মুখ অনিন্দিতা সরকার এবার বড় পরদাতেও। এর আগে বেশ কয়েকটি ছবিতে মুখ দেখালেও বড় পরদায় নায়িকার চরিত্রে এটাই তাঁর প্রথম কাজ। ছবির নাম ‘এই শহরে’।

ছোট পরদার জনপ্রিয় মুখ অনিন্দিতা সরকার এবার বড় পরদাতেও। এর আগে বেশ কয়েকটি ছবিতে মুখ দেখালেও বড় পরদায় নায়িকার চরিত্রে এটাই তাঁর প্রথম কাজ। ছবির নাম ‘এই শহরে’।
মার্ডার মিস্ট্রি জঁরের এই ছবির পরিচালক অর্ফিয়ুস মুখোটি। গল্পের প্রধান চরিত্র তানিয়া পেশায় ফোটোগ্রাফার। তার স্বামী সুরকার। স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভাল নয়। ছবির খোঁজে সারাদিন শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত ঘুরে রাতে বাড়ি ফিরেও শান্তিতে থাকতে পারে না তানিয়া। স্বামীর হাতে মারধর খেতে হয় তাকে। বন্ধুদের শত পরামর্শ সত্ত্বেও সম্পর্কের বাঁধন থেকে বেরিয়ে স্বাধীনভাবে জীবন শুরু করতে পারে না তানিয়া। অন্যদিকে স্ত্রীয়ের ব্যস্ততার সুযোগ নিয়ে তানিয়ার স্বামী বিবাহবহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়ে। সব জেনেও চুপ করে থাকে তানিয়া। তারপর ৩১ ডিসেম্বর রাতে খুন হয় সে। কীভাবে এবং কেন খুন হয় তানিয়া? কে-ই বা এই খুনের সঙ্গে জড়িত? এই প্রশ্নগুলোর উত্তর একে একে সামনে এসেছে ছবির চিত্রনাট্যে।
অর্ফিয়ুসের কথায়, ‘‘পুরো ছবিটাই ফ্ল্যাশব্যাকে দেখতে পাবেন দর্শক। বছর শেষের রাতে তানিয়া খুন হয়েছে, এখান থেকে শুরু হবে ছবি। কীভাবে এবং কেন তানিয়াকে খুন হতে হল, খুন হওয়ার আগে তার জীবনে কী কী ঘটনা ঘটেছে— সেগুলো একে একে দেখতে পাবেন দর্শক।’’ অনিন্দিতা বলছিলেন, ‘‘স্ক্রিপ্টটা পড়ে খুব ভাল লেগেছিল। অন্য ফ্লেভারের গল্প। সেই কারণেই প্রজেক্টটায় রাজি হয়েছি।’’
‘এই শহরে’ ছবিতে সিবিআই অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী। এছাড়াও ছবিতে রয়েছেন কাইস কালিম, দেবলীনা বিশ্বাস প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন সঞ্জু জৈন। মে মাসের 
শুরুর দিকে ‘এই শহরে’র মুক্তি পাওয়ার কথা।

Anindita Sarkar
Share it on
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -