পরিচালক অপর্ণা সেন ২০১৫ ‘আরশিনগর’ এর পর আবার পরিচালনায় ফিরছেন। ছবির নাম ‘আজ ঘরে ও বাইরে’। সম্প্রতি এই ছবির মহরত হয়ে গেল । জানালেন শ্রী ভেঙ্কাটেশ ফিল্ম প্রোডাকশন।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঘরে বাইরে’(১৯১৬) উপন্যাসকে সমমাসয়িক সময়ের প্রেক্ষাপটে নির্মান করতে চলেছেন অপর্ণা সেন। এর আগে সত্যজিৎ রায় ‘ঘরে বাইরে’ ছবিটি করেন ১৯৪৮ সালে। আজও ক্লাসিক বাংলা ছবি হিসেবে তার মান্যতা এতটুকুও কমেনি।
এবার তাকেই অপর্ণা সেন নতুন করে গড়ছেন। ‘আজ ঘরে বাইরে’ ছবিটিতে সন্দীপের চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত। এছাড়াও রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য্য ও তুহিনা দাস।
এই ছবির গল্প বাঙালির খুবই চেনা। নিখিলেশ, সন্দীপ ও বৃন্দার ত্রিকোণ জটিল প্রেমের গল্প। তবে সমসাময়িক সময়ে দাঁড়িয়ে কীভাবে সাজিয়েছেন পরিচালক তা দেখার অপেক্ষায় থাকবে দর্শক।
সেপ্টেম্বরের শেষ দিকে ছবির শ্যুটিং শুরু হবে। মূলত কলকাতা ও বোলপুরের বিভিন্ন জায়গায় শ্যুট হবে।
এই মুহূর্তে যিশু রয়েছেন মুম্বইতে। নিজের হিন্দি ছবির কাজ শেষ করছেন।
প্রসঙ্গত শমীক হালদার ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন। সঙ্গীত পরিচালনা করছেন নীল দত্ত।