টেলিভিশন জগৎ দিয়েই শুরু তাঁর যাত্রা।
কিন্তু অভিনয়ের দুনিয়া তাঁকে হয়তো বা ততটা এক্সপ্লোর করতে পারেনি। হয়তো বা তাঁকে দেখা যেতে পারত মনে রাখার মতো অসংখ্য চরিত্রে। কেন হয়নি, তার যথেষ্ট কারণ পাওয়াও দুষ্কর।
কিন্তু গেম চেঞ্জ সেদিনই হল, যেদিন ক্যামেরার পিছনে এসে পরিচালকের টুপিটা মাথায় পরলেন। ‘আবর্ত’ দিয়ে শুরু করেছিলেন তিনি। জয়া এহসান তো তাঁরই আবিষ্কার।
ব্যোমকেশ থেকে শবর, গোয়েন্দা চরিত্রকে বুদ্ধিদীপ্ত চক্ষুদানটা এখনও তাঁর হাত দিয়েই হয়। বইয়ের পাতা থেকে বেরিয়ে এসে অনেকটাই লাইসেন্সের সদ্ব্যবহার করেন তিনি।
অরিন্দম শীল। ত্রিশ বছর পার করলেন ইন্ডাস্ট্রিতে। কেউ কথা রেখেছে, কেউ বা রাখেনি। হিসেব নিকেশ পাওয়া গেল এই ইন্টারভিউতে।
দেখুন, এবেলা.ইনকে দেওয়া সাক্ষাৎকারে কী বললেন অরিন্দম শীল-