গত ২৬ জুন ৩৩ বছরে পা দিলেন বলিউডের ‘গুন্ডে’ অর্জুন কপূর। নিজের বাড়িতেই ভাই-বোন ও বন্ধুদের সঙ্গে আনন্দে কাটিয়েছিলেন দিনটি।
অনশুলা, জাহ্নবী ও খুশির পাশাপাশি, জন্মদিনের সেই পার্টিতে উপস্থিত ছিলেন অর্জুনের কাজিন হর্ষবর্ধন কপূর ও মোগিত মারওয়া। বলি-তারকা বরুণ ধবন ও সিকান্দর খেরও সেই সন্ধ্যায় গিয়েছিলেন অর্জুনের বাড়িতে। সোনম কপূর আহুজা বর্তমানে বিদেশে রয়েছেন স্বামী আনন্দের সঙ্গে। তাই সশরীরে থাকতে না পারলেও, একটি ভিডিও টুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানান অর্জুনকে।
তাঁর জন্মদিনে পাওয়া উপহার ও নানা মেসেজের মধ্যে একটি চিঠিও পান অর্জুন কপূর। এবং তাতেই খানিক ‘আতঙ্কিত’ হয়ে পড়েন ‘ইশকজাদে’। ঘটনাচক্রে সেই চিঠিটি তিনি নিজের ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্টে শেয়ারও করেন। সঙ্গে ক্যাপশান লেখেন, যার অর্থ— এমন এক উপহার যা একাধারে ঘুষ ও হুকুমের পাশাপাশি হুমকি ও অনুরোধও বটে।
অর্জুন কপূরের সেই সোশ্যাল পোস্ট
আসলে চিঠিটি পাঠিয়েছিলেন অর্জুনের ঠাকুমা, নির্মল এস কপূর। উপহারের সঙ্গে হাতে লেখা সেই চিঠিতে নাতিকে তিনি ‘তাড়াতাড়ি বিয়ে’ করার কথা বলেছেন।