বলিউড তারকা অর্জুন রামপাল দুর্ঘটনার কবলে পড়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবারে তাঁরই পোস্ট করা একটি ভিডিও থেকে এবিষয়ে জানা গিয়েছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গত শনিবার নিজের ইনস্টাগ্রামে অর্জুন একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, অর্জুনের এমআরআই স্ক্যান করা হচ্ছে। সেই ভিডিওর তলায় ক্যাপশনে অর্জুন জানিয়ে দিয়েছেন, তাঁর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এই মুহূর্তে শয্যাশায়ী। তাঁর আঘাত কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, অর্জুন রামপালের নতুন ছবি মুক্তি পাচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর। জেপি দত্ত পরিচালিত ছবিটির নাম ‘পল্টন’। সেই ছবির সাফল্য প্রার্থনা করতে অর্জুন ক’দিন আগেই অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়েছিলেন। ছবিতে ৪৫ বছরের অর্জুনের সঙ্গে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, ঈশা গুপ্তা প্রমুখ।