ছোটদের জন্য আসছে দেব প্রযোজনা সংস্থার ছবি ‘হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী’। এটি একটি রূপকথার কাহিনি।
পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় জানান, ‘‘ছোটদের নিয়ে ছবি খুবই কম হয়। তাই আমরা ছোটদের জন্য রূপকথার গল্প নিয়ে সিনেমা বানাতে চলেছি। সেই ভাবে বাংলা ছবিতে ‘গুপি গাইন বাঘা বাইন’ সিরিজের পরে কোনও রূপকথা নিয়ে কোনও ছবি হয়নি। তাই সেই রূপকথার গল্প আনতে চলেছি সিনেমার পর্দায়।’’
এই ছবিতে রাজার চরিত্রে অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়, তাঁর রানির চরিত্রে অভিনয় করছেন অর্পিতা চট্টোপাধ্যায়।
শ্যুটিং শুরু হবে খুব শিঘ্রই । ‘হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী’ ছবিতে খরাজ মুখোপাধ্যায় করছেন গবু চন্দ্র মন্ত্রীর চরিত্র।
এই ছবিতেই কবীর সুমন কাজ করবেন দেবের প্রযোজনা সংস্থার সঙ্গে প্রথম বার। ছবির সঙ্গীতের দায়িত্বে যেমন তিনি থাকছেন, তেমনি একটি বিশেষ চরিত্রে এই ছবিতে দেখা যাবে কবীর সুমনকে। দর্শক অপেক্ষায় থাকবে কবীর সুমনের এই অবতার দেখার জন্য। ছোটদের জন্য এই ছবির প্রথম টিজার দেব নিজের ইনস্টাগ্রামে পোস্ট করতেই স্যোশাল মিডিয়ায় সেটি ভাইরাল। দেখে নিন সেই টিজার—