হিন্দু মহিলাকে বিয়ে করার কারণে এ বারে খুনের হুমকি পেলেন সমাজবাদী পার্টির নেতা আবু আজমির ছেলে ফারহান আজমি। এই অভিযোগে, বুধবার ‘হিন্দু সেনা’ নামে রাজস্থানের একটি হিন্দু সংগঠনের বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে এফআইআর দায়ের করেন ফারহান আজমি।
২০০৯ সালে ফারহানের বিয়ে হয় বলিউডের অভিনেত্রী আয়েষা টাকিয়ার সঙ্গে। আয়েষাকে বিয়ে করার কারণেই সম্প্রতি ‘হিন্দু সেনা’ থেকে খুনের হুমকি আসে বলে দাবি করেছেন ফারহান আজমি। পুলিশের কাছে তিনি জানান, তাঁদের বাড়ি, গাড়ি এবং অফিসে বিস্ফোরক রেখে দেওয়ার হুমকি দিয়েছে এই সংস্থা। শুধু তাই নয়, তাঁদের পরিবার এবং মুসলমান ধর্ম নিয়ে বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে ‘হিন্দু সেনা’-র সদস্যরা।
ফারহানের টুইট।
ফারহানের বাবা আবু আসিম আজমিও খুনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন। অভিযোগ, সোমবার রাতে ওই সংগঠন থেকে ফারহানের কাছে একটি ফোন আসে। তাঁকে বলা হয়, ‘‘তোমার বাবাকে পশুদের মতো চিৎকার করতে বারণ কর, না হলে তাকে থতম করে দেওয়া হবে। ওয়াইসির ছেলেকেও বলে দাও যে, ওকেও ছেড়ে দেওয়া হবে না।’’ এর পরে হিন্দু মহিলাকে বিয়ে করার কারণে ফারহানকে সরাসরি আক্রমণ করে ওই সংগঠনের এক কর্মী। এই ঘটনার কথা টুইটারেও পোস্ট করেন ফারহান আজমি।