বাংলা ধারাবাহিকে যা খুশি দেখানো হয় এমন একটা অভিযোগ তো সামগ্রিক ভাবে রয়েছেই দর্শকের মধ্যে। কিন্তু সোশ্যাল ড্রামার ক্ষেত্রে সত্যিই কি বলা যায় কোনটা আজগুবি আর কোনটা বাস্তবসম্মত? সম্প্রতি ‘বকুলকথা’-র একটি এপিসোডে দেখা গিয়েছে যে গাড়ির ধাক্কায় আহত পুলিশের জন্য এগিয়ে এসেছে বকুল।
ছবি সৌজন্য: জি বাংলা
একদিকে যখন আহত হাত নিয়ে করুণ মুখে ফুটপাথের একপাশে দাঁড়িয়ে পুলিশ, তখনই বকুল অনেকটা মা দুর্গার মতোই ধেয়ে যায় অসুররূপী খলনায়কের দিকে। এই খলনায়ক ধারাবাহিকের গল্পে নতুন সংযোজন। অভিনেতা নীল চট্টোপাধ্যায় আবারও একটি নেগেটিভ চরিত্রে এবং শোনা গিয়েছে যে আগামী এপিসোডগুলিতে বকুলের জীবনে যথেষ্ট ঝড় তুলবে এই চরিত্রটি।
কিন্তু আপাতত পুলিশের সাহায্যার্থে এগিয়ে এসে বকুল খলনায়ককে তার গাড়ি থেকে বার করে রাস্তায় ঠেলে ফেলে দিয়েছে। দেবীপক্ষে এমন এপিসোড থেকে বহু দর্শকই বেশ খুশি হয়েছেন আশা করা যায়। দেখে নিতে পারেন সেই অংশটি নীচের লিঙ্কে ক্লিক করে—
নতুন চরিত্র নিয়ে ক্রমশই আরও জমজমাট হয়ে উঠছে এই ধারাবাহিক। অভিনেতা রাজ ভট্টাচার্যও সম্প্রতি এসেছেন নতুন চরিত্রে, বর্ষার দেওর হিসেবে। তবে এই চরিত্রটি নেগেটিভ না পজিটিভ, সেটা বোঝা যাচ্ছে না এই মুহূর্তে। সব মিলিয়ে আগামী এপিসোডগুলিতে যে বেশ অনেক টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে তা বলাই বাহুল্য।