‘হেট স্টোরি ৪’-এ তিনি বলিউডের বাজার ধরতে পারেননি ঠিকই, তবে আগুন ধরিয়েছিলেন। তার পর থেকেই আলোকবৃত্তের কেন্দ্রে থাকা তাঁর অভ্যেস। কখনও আচমকাই কলকাতায় আসা, কখনও আইফা অ্যাওয়ার্ডের গাউন— নিজেকে খবরে রাখার যাবতীয় কৌশল তিনি জানেন। এবার তাঁর পোস্ট করা ইন্স্টা ভিডিও ভাইরাল হয়ে আগুন লাগাল তামাম দর্শকের হৃদয়ে।
সম্প্রতি ‘হেট স্টোরি ৪’ স্টার ঊর্বশী রাওতেলা ইনস্টাগ্রামের একটি ভিডিওয় বেলি ডান্সের কিছু নমুনা দেখিয়েছেন। সেখানে এক কোরিওগ্রাফারের সঙ্গে টপ আর ধূসর রঙের প্যান্ট পরে বেলি ডান্স করছেন তিনি। ভিডিওটি ভাইরালও হয়ে গিয়েছে।
দেখুন ভিডিও
Come lets #bellydance 💃🏻. Tag ur partner ‼️‼️
— URVASHI RAUTELA (@urvashimrautela) June 21, 2018
_
_
_#dance #love pic.twitter.com/ybpXPcD1vc
ইন্সটা পোস্টটিতে ঊর্বশী ক্যাপশনে লিখেছেন, ‘‘কাম লেটস #বেলিডান্স। ট্যাগ ইওর পার্টনার!!!!’’ ভক্তদের মধ্যে এই খেলাটি ছড়িয়ে পড়ছে স্ফুলিঙ্গের মতো। ঊর্বশী সত্যিই সার্থকনামা।