এঁরা সকলেই মূলধারার বলিউড ফিল্মের নামজাদা অভিনেতা-অভিনেত্রী। কিন্তু মূলধারার ছবির পাশাপাশি এঁরা অভিনয় করেছেন এমন কিছু ছবিতে যেগুলিকে সেন্সর বোর্ড ‘অ্যাডাল্ট’ তকমা দিয়েছে। দর্শকরাও বলেছেন এই সব ছবি খুব একটা‘শালীন’ নয়। বাজারি পরিভাষায় এদের বলা হয় ‘সফট পর্ন’ অথবা ‘বি গ্রেডেড মুভি’। এখানে রইল এমন কিছু খ্যাতনামা বলিউড অভিনেতা-অভিনেত্রীর কথা যাঁরা মূলধারার ফিল্মের পাশাপাশি এই ধরনের অ্যাডাল্ট ফিল্মেও অভিনয় করেছেন—
১. মিঠুন চক্রবর্তী:
বলিউডের এই ‘মহাগুরু’ একদা ‘ক্লাসিক ডান্স অফ লভ’ নামের একটি সস্তা অ্যাডাল্ট ফিল্মে অভিনয় করেছিলেন। ফিল্মে তাঁর চরিত্রটি ছিল এক ধর্মগুরুর যিনি তাঁর এক তরুণী নৃত্যশিল্পীর সঙ্গে প্রণয়-সম্পর্কে জড়িয়ে পড়েন।
২. মমতা কুলকার্নি:
‘করণ অর্জুন’ বা ‘ক্রান্তিবীর’-এর মতো সুপারহিট ফিল্মে অভিনয় করার পাশাপাশি মমতা অভিনয় করেছেন ‘ডিভাইন টেম্পল অফ খাজুরাহো’র মতো আধা পর্ন সিনেমাতেও। এই ফিল্মের বহু দৃশ্যেই অর্ধনগ্ন অবস্থায় দেখা গিয়েছিল মমতাকে।
৩. এষা কোপিক্কর:
শাহরুখ খানের ‘ডন’-এ অভিনয় করেছিলেন এষা। পরবর্তীকালে ‘হাসিনা সম্রাট’, ‘সেক্সি’, ‘ডেঞ্জারাস’-এর মতো দ্বিতীয় স্তরের অ্যাডাল্ট ফিল্মেও নায়িকার ভূমিকায় থেকে উষ্ণতার পারদ চড়িয়েছেন এষা।
৫. ক্যাটরিনা কইফ:
ক্যাটরিনা নিজের কেরিয়ার শুরু করেন ‘বুম’ নামের একটি ফিল্মে অভিনয়ের মাধ্যমে। ফিল্মটি অনেকের মতেই ছিল অশ্লীল গোত্রভুক্ত। ফিল্মটিতে যথেষ্ট শরীর প্রদর্শন করেছিলেন ক্যাটরিনা।
৬. রাজেশ খন্না:
এই তালিকায় রাজেশ খন্নার নাম দেখে অনেকেই অবাক হবেন। কিন্তু সত্যি এটাই যে, বৃদ্ধ বয়সে রাকেশ সাওন্ত পরিচালিত ‘ওয়াফা’ নামের এক বি-গ্রেডেড অ্যাডাল্ট ফিল্মে অভিনয় করেছিলেন রাজেশ।
আরও পডুন
পরিচালকের শয্যাসঙ্গী না হলে কি ফিল্মে কাজ পান না বলিউড নায়িকারা? জেনে নিন সত্যিটা