কিছুদিন আগেই হয়ে গেল আইফা-র অ্যাওয়ার্ড সেরেমনি। সেরা ছবির খেতাব পেল ‘নীরজা’। সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর পু্রস্কার পেলেন শাহিদ কপূর এবং আলিয়া ভট্ট। কিন্তু আইফার একটি মনোনয়নে দেখা গেল না বক্স অফিস এবং সমালোচক মহলের সেরা ছবি ‘দঙ্গল’-এর নাম।
আইফার তরফ থেকে জানা গিয়েছে, ‘দঙ্গল’ নিজেই আইফার কোনও ক্যাটাগরিতে রেজিস্টার করেনি। এপ্রিল মাসে শুরু হয়েছিল আইফা-এর রেজিস্ট্রেশন। আইফা একটি স্টেটমেন্টে জানিয়েছে, ‘‘বিভিন্ন প্রোডাকশন হাউসে রেজিস্ট্রেশন ফর্ম পাঠানো হয়েছিল। তারা আবার ফর্মগুলি ফিল-আপ করে আমাদের কাছে পাঠায়। এর পরে ফর্মগুলি অনুযায়ী ভোট হয় এবং মনোনয়ন তৈরি করা হয়। কিন্তু ‘দঙ্গল’ কোনও এনট্রি পাঠায়নি। আমাদের সত্যিই ভাল লাগত যদি ‘দঙ্গল’ অংশ নিত। এই ছবি সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। ছবিতে আমাদের আমির খান এবং ছোট মেয়ে দুটিকে খুব ভাল লেগেছে। ওঁরা দারুণ কাজ করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁরা কোনও এন্ট্রি পাঠাননি।’’
আইফাতে অক্ষয় কুমার অভিনীত ‘এয়ারলিফ্ট’ এবং ‘রুস্তম’ দুটি ছবিই কোনও মনোনয়নে ছিল না। তবে একটা জিনিস স্পষ্ট, ‘দঙ্গল’ যদি এই প্রতিযোগিতার দৌড়ে থাকত, তা হলে বহু ছবির হাতেই আইফা-র অ্যাওয়ার্ড উঠত না।