একের পর এক অন্য ধরনের ছবি করছে দেবের প্রযোজক সংস্থা ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার’। সম্প্রতি কলকাতা বইমেলাতে একটি বইয়ের উদ্বোধন করতে এসেছিলেন দেব। সেই বইটির নাম ‘অপারেশন কেবিসি’। তিনি জানালেন, তাঁর প্রযোজনা সংস্থা এই বইটি থেকে অনুপ্রাণিত হয়ে একটি ছবি করবেন।
বইটিতে জঙ্গলমহলের কথা বলা হয়েছে। কিষাণজি, বিকাশ ও ছত্রধর মাহাতোদের কেন্দ্র করে জঙ্গলমহলের কাহিনি তুলে ধরা হয়েছে। পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় এই ছবিটি পরিচালনা করবেন। ছবিতে দেবকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে কারা অভিনয় করবেন জানতে চাইলে দেব এবং পরিচালক জানান এখনও ছবির চিত্রনাট্যের কাজ শুরু হয়নি। তাই এখনই তাঁরা কিছুই বলতে পারছেন না। সঠিক সময়ে তাঁরা সে ব্যাপারে জানাবেন।
প্রসঙ্গত, এখন অনিকেত চট্টোপাধ্যায় তাঁর ‘হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী’-র কাজ নিয়ে ব্যস্ত। অন্যদিকে দেব কমলেশ্বরের আগামী ছবির জন্য নিজেকে তৈরি করছেন। এই দুটি ছবি দেবের প্রযোজনা সংস্থার ছবি। দর্শকরা যে অপেক্ষা করে থাকবেন দেবের জঙ্গলমহল নিয়ে ছবিটি দেখার জন্য, তা বলাই বাহুল্য।