কিছুদিন আগে বাংলা ছবি ‘কুয়াশা যখন’-এর মিউজিক লঞ্চ অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত ছিলেন রূপঙ্কর এই ছবির গান নিয়ে, বিশেষ করে ‘নানা বাহানায়’ গানটি যা দীর্ঘ কয়েক সপ্তাহ ট্রেন্ডিং তালিকায় উপর দিকে থেকেছে। এই তালিকায় অত্যন্ত জনপ্রিয় হয়েছে ওই ছবির আরও একটি গান, ‘মন’। এই অপূর্ব সুন্দর সৃষ্টির পিছনে যিনি রয়েছেন তাঁকে এক ঝলক দেখে নায়ক বলে মনে হতে পারে। ছোট এবং বড়, দুই পর্দাতে অভিনয়ও করেছেন তিনি কিন্তু মিউজিক তাঁর সম্পূর্ণ সত্তাকে গ্রাস করে রয়েছে আর সেই ‘ম্যাজিক স্পেল’ থেকে বেরতে চান না চিরন্তন বন্দ্যোপাধ্যায়।
ছবি সৌজন্য: চিরন্তন
বছর তিরিশের এই হ্যান্ডসাম হাঙ্ককে দর্শক প্রথম দেখেছেন অপর্ণা সেনের মিউজিক্যাল ‘আরশিনগর’-এ। এর পরে বাংলা টেলিভিশনেও কিছুদিন কাজ করেছেন তিনি। কিন্তু অভিনয় নয়, মিউজিকই তাঁর প্রথম প্রেম এবং সর্বগ্রাসী প্যাশন। এই প্যাশনের জন্যেই সেন্ট জেভিয়ার্সের কম্পিউটার সায়েন্সের স্নাতক চিরন্তন একদিন আইটি-র চাকরি ছেড়ে পুরোপুরি মন দিয়েছিলেন মিউজিকে। তার পরে আর একটু বিচ্যুত হননি সেই পথ থেকে।
অনির্বাণ ও চিরন্তন। ছবি: প্রীতম সরকার
‘কন্ডিশনস অ্যাপ্লাই’, ‘স্মাগ’, ‘ওয়াচমেকার’, ‘নেটওয়ার্ক’-এর পরে সাম্প্রতিক ‘কুয়াশা যখন’-এর সঙ্গীত পরিচালনা করেছেন। ‘নেটওয়ার্ক’ মুক্তি পাবে সম্ভবত এই বছরের শেষের দিকে। সঙ্গীত পরিচালনার পাশাপাশি তিনি একজন অসাধারণ গায়ক। এবেলা ওয়েবসাইটের সঙ্গে তাঁর বিশেষ সাক্ষাৎকারে উঠে এল তাঁর গান কম্পোজ থেকে সাম্প্রতিক বাংলা গানের জগৎ নিয়ে বহু কথা। সঙ্গে ছিলেন চিরন্তনের সহকর্মী-বন্ধু অনির্বাণ যাঁর অ্যারেঞ্জমেন্টেই আরও মধুর হয়ে ওঠে চিরন্তনের কম্পোজিশনগুলি।
দেখে নিতে পারেন সম্পূর্ণ ইন্টারভিউটি নীচের লিঙ্কে ক্লিক করে—