বিচ্ছেদের পরে কেটে গিয়েছে দশ দশটা বছর, পাল্টেছে জীবনসঙ্গীও। এমন কি একসঙ্গে একই ছবি ‘উড়তা পঞ্জাব’-এ অভিনয় করা সত্ত্বেও কেউ পরস্পরের ছায়াও মাড়াননি। তবু যোগসূত্রআজও টানটান শাহিদ কপূর এবং করিনা কপূর খানের। জনসম্মুখে কথা না বললেও চোখের চাউনিতেই বুঝে যান একে অপরের সব কিছু। তবে কথায় বলে, একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভাল। এক্ষেত্রেও ঘটল সেরকমই।
দীর্ঘ দিনের নিরবতার পর ঠোঁটে এল মনের কথা। সম্প্রতিই একসঙ্গে দেখা গেল শাহিদ এবং করিনাকে। একটি অ্যাওয়ার্ড শো-এ ঘরোয়া ফোটোশ্যুটেই কথা বললেন দু’জনে। পরস্পরকে অভিবাদন দেওয়া থেকে শুরু করে খোসগল্প— কোনও কিছুই বাদ পড়ল না। একে অপরের উপস্থিতি বেশ উপভোগ করছিলেন দ’জনে। করিনার পরিধান নিয়েও ঠাট্টা করতে ছাড়েননি শাহিদ, এমনই প্রকাশ পায় এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরে।
করিনা কপূর খান এবং শাহিদ কপূর (ছবি ফোটোকর্প)
একান্তে যখন এতই ভাব, তবে সবার সামনে পরস্পরকে এড়িয়ে চলেন কেন শাহিদ-করিনা? এ ঘটনা কি নিছক কাকতালীয় নাকি এখনও গোপনে ডানা মেলছে পুরনো প্রেম!